ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার আঁচ এবার সরাসরি পড়ল ক্রিকেট মাঠে। বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু তার আগেই স্টেডিয়ামসংলগ্ন এলাকায় চালানো হয় ড্রোন হামলা। এতে ভেঙে পড়ে স্টেডিয়ামের একটি অংশ, ফলে আপাতত সেখানকার সব ম্যাচ স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের। স্থানীয় সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, সকালেই আতঙ্ক ছড়ায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বিস্ফোরণের খবরে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্টেডিয়াম ও লাগোয়া একটি হোটেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতেও সেই ধ্বংসযজ্ঞের চিত্র স্পষ্ট। কাল এ মাঠেই মুখোমুখি হওয়ার কথা রিশাদের দল লাহোর কালান্দার্স ও নাহিদ রানার দল পেশোয়ার জালমির।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পিএসএলের বাকি ম্যাচগুলো এখন করাচির ন্যাশনাল স্টেডিয়ামে স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে বুধবার ভোরে পাকিস্তান ও পাক-অধীকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা গোলাবর্ষণ করে। এরপর একাধিকবার ড্রোন হামলা চালানো হয়েছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে রাওয়ালপিন্ডি অন্যতম। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, এখন পর্যন্ত তারা ২৫টি ইসরায়েলি হরপ ড্রোন ভূপাতিত করেছে।

.