পিএসএল সরিয়ে নেওয়া হতে পারে দুবাই কিংবা দোহায়
Published: 8th, May 2025 GMT
চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর বাকি ম্যাচগুলো উপমহাদেশের বাইরে সরিয়ে নেওয়ার জোর আলোচনা চলছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে দুবাই ও দোহার নাম।
পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনের কারণে দেশে ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেই জটিলতা থেকেই টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের চিন্তা।
তবে একেবারে বিদেশেই নয়, বিকল্প হিসেবে করাচিকেও ভাবা হচ্ছে ঘরোয়া ভেন্যু হিসেবে। মূলত রাওয়ালপিন্ডি, মুলতান ও লাহোরে আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ও কূটনৈতিক অস্থিরতায় বদল আসতে পারে সেই পরিকল্পনায়।
আরো পড়ুন:
নাহিদ-রিশাদকে দেশে ফেরানোর চেষ্টায় বিসিবি
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত
এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে। সব ধরনের সম্ভাব্য বিকল্প নিয়েই চলছে আলোচনার টেবিলে জট খুলতে চেষ্টা।
বিশেষ করে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে চারটি ম্যাচ তা কীভাবে পুনঃনির্ধারণ করা যায়, সেটি নিয়ে চলছে সময়সূচি মূল্যায়ন।
তাছাড়া, আজকের (০৮ মে) করাচি কিংস বনাম পেশোয়ার জালমির ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এরই মাঝে টুর্নামেন্ট গড়িয়েছে শেষ ধাপে। বাকি আছে কেবল চারটি লিগ পর্বের ম্যাচ এবং চারটি প্লে-অফ। এখন প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে পয়েন্ট টেবিলের জন্য গুরুত্বপূর্ণ।
সবচেয়ে আগে প্লে-অফ নিশ্চিত করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস। ৯ ম্যাচে ৬ জয়, ২ হার ও ১টি বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে।
দ্বিতীয় স্থানে আছে করাচি কিংস। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে তাদের পয়েন্ট ১০। সমান ১০ পয়েন্ট নিয়েই তিনে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, যারা খেলেছে ৯টি ম্যাচ।
চতুর্থ স্থানে আছে লাহোর কালান্দার্স, যাদের ঝুলিতে ৯ পয়েন্ট। আর পেশোয়ার জালমি রয়েছে পাঁচ নম্বরে, ৮ পয়েন্ট নিয়ে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ
আইপিএলের ৫৮তম ম্যাচে আজ বৃহস্পতিবার (০৮ মে) রাতে ধর্মশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। ম্যাচটিতে টস জিতে পাঞ্জাব ব্যাট করতে নামে। ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২ রান তোলার পর হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। আর সেই বিদ্যুৎ বিভ্রাট আর ঠিক হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই ম্যাচটি আর আগানো যায়নি। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় ধর্মশালায় কিছুটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে এই ভেন্যুতে আগামী রোববারের পরবর্তী ম্যাচ (পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স) সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। কিন্তু আজকের ম্যাচটি হওয়ার কথা ছিল যথানিয়মে। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেটি আর সম্ভব হয়নি।
এদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার কারণে পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় করাচিতে। আজ রাওয়ালপিন্ডি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশাওয়ার জালমির ম্যাচ। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে। পিএসএলের পরবর্তী আটটি ম্যাচ করাচি কিংবা, দুবাই কিংবা দোহায় অনুষ্ঠিত হতে পারে।
আরো পড়ুন:
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএলের ভেন্যু বদল
শনিবার বোর্ড মিটিং, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিবে বিসিবি
ঢাকা/আমিনুল