জমি বন্ধকের টাকা চাইতে গিয়ে পিটুনিতে মৃত্যু
Published: 11th, May 2025 GMT
যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে জমি বন্ধকের টাকা ফেরত চাওয়ায় বর্গা চাষিকে গত শুক্রবার বিকেলে পেটানোর পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম সুমন হোসেন (৩২)। তিনি বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ারের কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক নেন সুমন হোসেন। তাঁকে টাকা ফেরত দিয়ে বন্ধকি জমি ফেরত নেওয়ার কথা জানান মশিয়ার। এই টাকা শুক্রবার ফেরত দেওয়ার কথা ছিল। সুমন টাকা চাইতে বিকেলে মশিয়ারের বাড়িতে যান। কিন্তু টাকা না পেয়ে সুমন খড়িডাঙ্গা গ্রামের আনিসুরের দোকানে বসে অপেক্ষায় ছিলেন। তখন মশিয়ার তাঁর ভাই মফিজুর, শহিদুল্লাহসহ পাঁচ-ছয়জনকে নিয়ে সেখানে যান। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে মৃত ভেবে চলে যান হামলাকারীরা। গ্রামবাসীরা তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন অধ্যাপক ড. শরীফুল ইসলাম
আগামী ১৩-২৪মে ৭৮তম কান চলচ্চিত্র অনুষ্ঠিত হবে। শরীফুল ইসলাম এর আগে সাংবাদিক হিসেবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। সে সময় নয়াদিগন্তসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফিচার স্টোরি, ফটোগ্রাফিসহ বিভিন্ন রিপোর্ট তৈরি করেছিলেন। কিন্তু এবারে একজন একাডেমিক শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন। বিশ্বের নানন দেশ থেকে আসা চলচ্চিত্রবিষয়ক অভিজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এছাড়াও, চলচ্চিত্রবিষয়ক কর্মশালায়ও অংশ নেবেন।
শরীফুল ইসলাম বলেন, ‘বিশ্বের অন্যতম মর্যদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাওয়া খুবই সম্মানের। আর সেটা যদি হয় একাডেমিক শিক্ষক হিসেবে, তবে তা সত্যিই অনেক গর্বের। সেখানে একটি সেশনে আমার কথা বলার সুযোগ থাকবে। আমি চেষ্টা করব, আমার দেশের সংস্কৃতি তুলে ধরার। পাশাপাশি বাংলাদেশি সিনেমা নিয়েও কথা বলব।’
শরীফুল ইসলাম সময় পেলেই বিশ্বের বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে থাকেন। তিনি কান চলচ্চিত্র ছাড়াও কোরিয়ার বুসান চলচ্চিত্র, জাপানের টোকিও চলচ্চিত্র ও সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন।
শরীফুল ইসলাম দীর্ঘ ১৫ বছর সাংবাদিকতা করেছেন। তিনি নয়াদিগন্ত, ইত্তেফাক, ইনকিলাব, বৈশাখী টেলিভিশন, সিনহুয়া নিউজ এজেন্সি ও উহান টেলিভিশনে কাজ করেছেন। ২০২০ সালে পিএইচডি ডিগ্রি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিউপিতে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন।