জমি বন্ধকের টাকা চাইতে গিয়ে পিটুনিতে মৃত্যু
Published: 11th, May 2025 GMT
যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে জমি বন্ধকের টাকা ফেরত চাওয়ায় বর্গা চাষিকে গত শুক্রবার বিকেলে পেটানোর পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গতকাল শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
  
 নিহত ব্যক্তির নাম সুমন হোসেন (৩২)। তিনি বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ারের কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক নেন সুমন হোসেন। তাঁকে টাকা ফেরত দিয়ে বন্ধকি জমি ফেরত নেওয়ার কথা জানান মশিয়ার। এই টাকা শুক্রবার ফেরত দেওয়ার কথা ছিল। সুমন টাকা চাইতে বিকেলে মশিয়ারের বাড়িতে যান। কিন্তু টাকা না পেয়ে সুমন খড়িডাঙ্গা গ্রামের আনিসুরের দোকানে বসে অপেক্ষায় ছিলেন। তখন মশিয়ার তাঁর ভাই মফিজুর, শহিদুল্লাহসহ পাঁচ-ছয়জনকে নিয়ে সেখানে যান। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে মৃত ভেবে চলে যান হামলাকারীরা। গ্রামবাসীরা তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।