মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী। অভিনয়গুণে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তারা। এবার দুই বোন প্রথমবার একই মঞ্চে সম্মাননা পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন নিজেই।

আগামী ১৮ মে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিকেলে ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫’-এর তৃতীয় আসরের সম্মাননা প্রদান করা হবে। ওই আসরে সম্মাননা পাচ্ছেন দুই বোন।

মেহজাবীন চৌধুরী বলেন, “আমি তো এর আগেও ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। এবার একই অনুষ্ঠানে আমার ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটি ভালো লাগার বিষয়। আমার বিশ্বাস, মালাইকা এতে অনুপ্রাণিত হবে। যে কোনো স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয়। দায়িত্ববোধ বাড়ে। ধন্যবাদ ‘সম্পূর্ণা বাংলাদেশ’কে। তাদের ভিন্ন ধরনের চিন্তাকে সাধুবাদ জানাই।”

এক দশকেরও বেশি সময় ধরে নন্দিত অভিনেত্রী মেহজাবীন ছোট পর্দায় অভিনয় করছেন। পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত বছরের শেষপ্রান্তে ‘প্রিয় মালতী’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেও দর্শকের ভালোবাসা পেয়েছেন।

মেহজাবীনের অনুপ্রেরণায় তাঁরই ছোট বোন মালাইকার অভিনয়ে অভিষেক হয় গত বছরের ২৬ ডিসেম্বর। ওইদিন ইউটিউবে প্রকাশ পায় মেহজাবীনের গল্পভাবনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকটি।

‘সম্পূর্ণা বাংলাদেশ’-এর প্রেসিডেন্ট অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল দুই বোনকে একই মঞ্চে সম্মাননা জানাতে। তারা আমার এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। চোখের সামনে মেহজাবীনের উত্থান দেখেছি, দেখেছি তার সাফল্য ধরে রেখে এগিয়ে যেতে। মালাইকাও বোনের পথেই হাঁটছে। দুজনের সাফল্য কামনা করছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হজ ব ন চ ধ র ম হজ ব ন

এছাড়াও পড়ুন:

আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।

মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।

মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ

সম্পর্কিত নিবন্ধ