ধর্মশালায় গত বৃহস্পতিবার নিরাপত্তার কারণে সমর্থকদের সঙ্গে ছবি না তোলায় এবং স্টেডিয়াম ছাড়তে তাঁদের বাধ্য করতে গিয়ে কিছুটা কর্কশ আচরণ করায় দুঃখ প্রকাশ করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বিশেষ ট্রেনে ধর্মশালা থেকে সবাইকে নিরাপদে দিল্লিতে পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতটা প্রীতি জিনতার জন্য বিশেষ হতে পারত। সেই রাতে তাঁর দল পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই ১১ বছর পর আইপিএলের প্লে-অফ পর্বে উঠে যেত। আগে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবের শুরুটাও দারুণ হয়েছিল। দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংয়ের ঝোড়ো ফিফটিতে দলটি ১০.

১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২ রান তুলে ফেলেছিল।

নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার এইচপিসিএ স্টেডিয়ামের তিনটি ফ্লাডলাইট টাওয়ার বন্ধ করে দেওয়া হয়

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ