কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নেওয়ার একদিন পর তিন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির প্রচেষ্টায় তাদেরকে টেকনাফে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

ফিরে আসা জেলেরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের আব্দু রশিদের ছেলে মোহাম্মদ ছিদ্দিক (২২), একই গ্রামের মোহাম্মদ নুরের ছেলে রবিউল আলম (২৩) এবং হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন (২৫)।

আশিকুর রহমান বলেন,‘নাফ নদী থেকে আটক হওয়ার পর বিজিবি তাদের ফেরত আনতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে। অবশেষে মঙ্গলবার জেলেদের ফেরত আনতে সক্ষম হয়। এসব জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে জেলেদের মাছ শিকারের সময় জলসীমা অতিক্রম না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার দুপুরের দিকে হ্নীলার লেদা অংশের নাফ নদীতে মাছ শিকারের উদ্দেশে গেলে ওই তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় আরাকান আর্মি। এসময় তাদের গুলিতে দুই জেলে আহতও হয়। 

ফেরত আসা জেলে রবিউল আলমের বাবা মো.

নুর বলেন, ‘নাফ নদীতে মাছ শিকারে যাওয়ার পর ছেলের খোঁজ পাওয়া যায়নি। পরে জানতে পেরেছি আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আজ বিজিবির প্রচেষ্টায় ছেলেকে আবার ফেরত পেয়েছি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ফ নদ আর ক ন আর ম ট কন ফ আর ক ন আর ম ন ফ নদ

এছাড়াও পড়ুন:

মাঠ আর আগের মতো নেই: সারজিস

‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে সারজিস লিখেছেন, “প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।”

তিনি আরো লিখেছেন, “মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।”

নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়। শেষ পর্যন্ত এই ধারা অপরিবর্তিত রেখেই সোমবার অধ্যাদেশ জারি করা হয়েছে।

ঢাকা/ইভা

সম্পর্কিত নিবন্ধ