ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা
Published: 15th, May 2025 GMT
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনরত নাগরিকেরা।
ঘোষণা অনুযায়ী, আন্দোলনকারীরা আগামী শনিবার (১৭ মে) সকাল ১০টায় নগর ভবন থেকে প্রেসক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন।
আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। বেলা ১১টার পর তাঁরা নগর ভবনের ভেতরে অবস্থান নেন। হাজারো অন্দোলনকারীর অবস্থান কর্মসূচি থেকে নানা স্লোগান দেওয়া হয়। এসব স্লোগানের মধ্যে ছিল ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’, ‘জনতার মেয়র ইশরাক ভাই’, ‘আমাদের মেয়র আমরাই বানাব’ প্রভৃতি।
আরও পড়ুননগর ভবনে অবস্থান, ইশরাককে মেয়র পদে বসানোর দাবি৩ ঘণ্টা আগেকর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের পরও এখন পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো হয়নি। তাঁকে শপথ পড়াতে কেন এত দেরি হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তাঁরা।
আন্দোলনকারীরা আরও বলেন, মশামুক্ত, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়তে জনবান্ধব মেয়র হিসেবে ইশরাকই উপযুক্ত ব্যক্তি। তাঁকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেবেন।
আজ আন্দোলনে সংহতি জানান ডিএসসিসির অনেক সাধারণ কর্মচারী। তাঁরা কাজ বন্ধ রেখে নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন।
আরও পড়ুনইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা১৪ মে ২০২৫বেলা পৌনে দুইটা পর্যন্ত অবস্থান নিয়ে আন্দোলনকারীরা আজকের কর্মসূচি শেষ করেন। এর আগে গত বুধবার একই দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের রায় ও ইসির গেজেট প্রকাশের পরও ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে অভিযোগ তুলে তাঁকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গতকাল নগর ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
আরও পড়ুনইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ১৪ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ