খুলনায় এক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা দাবির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী বাপ্পী সরকার। 

এর আগে, বুধবার রাতে আটক ৮ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রায়হান, খুলনা মহানগরীর সহকারী মুখপাত্র এসএম শামুন ইশমাম, সোহেল শেখ, শেখ সাজ্জাদ, নাঈমুর রহমান, শেখ রাকিবুল ইসলাম, মোহিদুল ইসলাম রাজন, তৌহিদুল ইসলাম শাওন। 

মামলার আরেক আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর নির্বাহী সদস্য মনিরুজ্জামান টিপু পলাতক।

ভুক্তভোগী ব্যবসায়ী বাপ্পী সরকারের স্ত্রী শাহানাজ বেগম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ৮-৯ যুবক তাদের বাসায় উপস্থিত হন। এ সময় তারা নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে ঘরে ঢোকেন। এরপর তার স্বামী বাপ্পি সরকারকে বলে আপনি আওয়ামী লীগকে টাকা দেন এবং আপনার কাছে অস্ত্র রয়েছে। তারা বলে আমাদের বিষয়ে ডিজিএফআই, এনএসআই ও পুলিশ অবগত আছে এবং তাদেরকে তদন্তের জন্য পাঠিয়েছে। এ থেকে বাঁচতে হলে তাদের ৫ লাখ টাকা দিতে হবে। তার স্বামী টাকা দিতে অস্বীকার করলে ছাত্ররা তাকে মারধর ও তুলে নেওয়ার চেষ্টা করে। তার ও বাচ্চাদের চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ওই যুবকদের আটকে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে আটক করে।

নগরীর খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওই এলাকায় চাঁদাবাজির আরও অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম ব যবস য়

এছাড়াও পড়ুন:

মাঠ আর আগের মতো নেই: সারজিস

‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে সারজিস লিখেছেন, “প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।”

তিনি আরো লিখেছেন, “মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।”

নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়। শেষ পর্যন্ত এই ধারা অপরিবর্তিত রেখেই সোমবার অধ্যাদেশ জারি করা হয়েছে।

ঢাকা/ইভা

সম্পর্কিত নিবন্ধ