দিল্লির চাওয়া ৩, বিসিবি রাজি ২ ম্যাচে
Published: 16th, May 2025 GMT
দুবাই পৌঁছেই বিসিবির কাছে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্রের আবেদন করেন মুস্তাফিজুর রহমান। দিল্লি থেকেও বাংলাদেশি এ পেসারকে চেয়ে বিসিবির কাছে ই-মেইল এসেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির চাওয়া মুস্তাফিজকে যেন তাদের লিগ পর্বের বাকি তিনটি ম্যাচের জন্য ছাড়া হয়।
তবে বিসিবি আপাতত দুটি ম্যাচের জন্য মুস্তাফিজকে ছাড়তে রাজি হয়েছে। কাল শারজাহতে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি আগামী সোমবার।
বিসিবি সূত্রের খবর সিরিজ শেষে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট সম্মতি দিলে আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচের পরও মুস্তাফিজকে আইপিএলের জন্য ছাড়া হতে পারে বলে জল্পনা রয়েছে।
দিল্লিকে প্লে অফে উঠতে হলে এ তিন ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ– এই যুক্তি দিয়েই ফ্র্যাঞ্জাইজিটি বিসিবিকে মেইল করেছে। মুস্তাফিজ ও তার সতীর্থরাও চাইছেন যেন এই তিনটি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়। তেমন কিছু হলে আমিরাতের সঙ্গে প্রথম ম্যাচ খেলে ওই রাতে কিংবা পরের দিন সকালে দিল্লি যেতে পারবেন তিনি।
দিল্লি প্লে অফে উঠলে মুস্তাফিজের ম্যাচ খেলার সংখ্যা বাড়তে পারে। ওই সময় বাংলাদেশের পাকিস্তান সফর রয়েছে। তবে নিরাপত্তা নিয়ে ক্রিকেটাররা দোটানায় আছে। বিসিবি বলেছে, কাউকে পাকিস্তানে যাওয়ার জন্য জোর করা হবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজ যদি পাকিস্তানে না যান সেক্ষেত্রে আইপিএলে ম্যাচ খেলার সুযোগ বাড়বে তার।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন র জন য
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ দিনের রিমান্ডে ২ যুবক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জুন) দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুন রশিদ এ আদেশ দেন। রিমান্ড শুনানিকালে দুই আসামি আদনান ও স্বাগত দাস পার্থ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
এর আগে, রবিবার (২২ জুন) মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মুহাম্মদ শামছুল হাবিব আসামিদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরো পড়ুন:
প্রকৃতির আলোয় সিলেটের ‘বনলতা’
জলাবদ্ধতা নিরসনে সিসিকের কন্ট্রোল রুম চালু
ঈদের পূর্বে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে অচেতন করে সহপাঠীদের বিরুদ্ধে ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ এনে বৃহস্পতিবার (১৯ জুন) অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযুক্তরা হলেন, ভুক্তভোগীর সহপাঠী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।
শুধু যৌন নির্যাতন নয়, ঘটনার ভিডিও ধারণ করে নিয়মিত অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্লাকমেইল করছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৯ জুন রাতেই দুইজনকে আটক করে পুলিশ। পরে ২০ জুন সিলেট কোতোয়ালী থানায় আটক দুইজন ও অজ্ঞাতসহ পাঁচজনের বিরূদ্ধে মামলা মামলা দায়ের করেন ভুক্তভোগী।
ঢাকা/নুর/মেহেদী