দিল্লির চাওয়া ৩, বিসিবি রাজি ২ ম্যাচে
Published: 16th, May 2025 GMT
দুবাই পৌঁছেই বিসিবির কাছে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্রের আবেদন করেন মুস্তাফিজুর রহমান। দিল্লি থেকেও বাংলাদেশি এ পেসারকে চেয়ে বিসিবির কাছে ই-মেইল এসেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির চাওয়া মুস্তাফিজকে যেন তাদের লিগ পর্বের বাকি তিনটি ম্যাচের জন্য ছাড়া হয়।
তবে বিসিবি আপাতত দুটি ম্যাচের জন্য মুস্তাফিজকে ছাড়তে রাজি হয়েছে। কাল শারজাহতে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি আগামী সোমবার।
বিসিবি সূত্রের খবর সিরিজ শেষে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট সম্মতি দিলে আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচের পরও মুস্তাফিজকে আইপিএলের জন্য ছাড়া হতে পারে বলে জল্পনা রয়েছে।
দিল্লিকে প্লে অফে উঠতে হলে এ তিন ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ– এই যুক্তি দিয়েই ফ্র্যাঞ্জাইজিটি বিসিবিকে মেইল করেছে। মুস্তাফিজ ও তার সতীর্থরাও চাইছেন যেন এই তিনটি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়। তেমন কিছু হলে আমিরাতের সঙ্গে প্রথম ম্যাচ খেলে ওই রাতে কিংবা পরের দিন সকালে দিল্লি যেতে পারবেন তিনি।
দিল্লি প্লে অফে উঠলে মুস্তাফিজের ম্যাচ খেলার সংখ্যা বাড়তে পারে। ওই সময় বাংলাদেশের পাকিস্তান সফর রয়েছে। তবে নিরাপত্তা নিয়ে ক্রিকেটাররা দোটানায় আছে। বিসিবি বলেছে, কাউকে পাকিস্তানে যাওয়ার জন্য জোর করা হবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে মুস্তাফিজ যদি পাকিস্তানে না যান সেক্ষেত্রে আইপিএলে ম্যাচ খেলার সুযোগ বাড়বে তার।  
  
উৎস: Samakal
কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন র জন য
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।