ক্ষতিগ্রস্ত শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান
Published: 16th, May 2025 GMT
আগুনে পুড়ে যাওয়া মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার পরিদর্শন করেছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১৬ মে) দুপুরে তিনি সেখানে যান। এ সময় উপদেষ্টা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া দোকান ঘুরে দেখেন।  
বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে যায় অর্ধশতাধিক দোকান। তিন ঘণ্টা চেষ্টার পর শুক্রবার (১৬ মে) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আরো পড়ুন: শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই
আরো পড়ুন:
শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
সংকটে নেতৃত্ব দিয়েছি, ধারাবাহিকতা অব্যাহত থাকবে: মনিরুজ্জামান
আদিলুর রহমান খান বলেন, “এটি একটি প্রাচীন বাজার। পুরনো হওয়ার কারণে বাজারের রাস্তাঘাট খুবই সরু এবং অপ্রতুল। আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী বাজারের রাস্তা প্রসস্ত করার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি বলেন, “অগ্নিকাণ্ড যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে থাকবে সরকার। দ্রুতই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”
এ সময় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।
ঢাকা/রতন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট আগ ন শ র নগর ব জ র
এছাড়াও পড়ুন:
মাঠ আর আগের মতো নেই: সারজিস
‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
পোস্টে সারজিস লিখেছেন, “প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।”
তিনি আরো লিখেছেন, “মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।”
নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।
এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার এ সংশোধন বহাল রাখার দাবি জানায়। শেষ পর্যন্ত এই ধারা অপরিবর্তিত রেখেই সোমবার অধ্যাদেশ জারি করা হয়েছে।
ঢাকা/ইভা