তীব্র মতবিরোধ নিয়ে তুরস্কে মুখোমুখি রাশিয়া-ইউক্রেন
Published: 16th, May 2025 GMT
তিন বছর পর আবারও একই কক্ষে বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। বসফরাসের তীরে তুরস্কের ইস্তাম্বুলে এই শান্তি আলোচনা শুরু হলেও দু’পক্ষের মধ্যে যে তীব্র মতবিরোধ, তার প্রমাণ মিলেছে শুরুতেই। আন্তর্জাতিক রীতিনীতিতে সাধারণত বৈঠকের আগে করমর্দন করে একে অন্যকে স্বাগত জানায় আলোচক দু’পক্ষই। কিন্তু এই রেওয়াজ স্রেফ এড়িয়ে গেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। এতে আরও স্পস্ট হয়েছে দু’দেশের সম্পর্কের টানাপোড়েন। খবর রয়টার্স
ইউক্রেন বলছে, তারা যুদ্ধ বন্ধ করতে এখনই একমত হতে চায়। অন্যদিকে রাশিয়া বলছে, তারা যুদ্ধের ‘মূল কারণ’ নিয়ে আলোচনা করতে চায়। রাশিয়ার উত্থাপিত এই মূল কারণ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, এর মানে ইউক্রেনের স্বাধীন অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলা।
রাশিয়ার একজন প্রতিনিধি বলেছেন, কিছু বিষয়ে আপস করা যেতে পারে, তবে সেটা কীভাবে হবে, তা পরিষ্কার নয়। অন্য রুশ প্রতিনিধিরা এখনও ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়া ও পাঁচটি ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার আগের দাবিতেই আছেন। এসব শর্তকে একেবারেই অগ্রহণযোগ্য বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফলে বোঝা যাচ্ছে, শান্তির পথ ততটাও সহজ হবে না।
এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার অংশ হিসেবে ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহজে প্রাসাদে ত্রিপক্ষীয় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং তুরস্ক। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের ইউক্রেনবিষয়ক বিশেষ দূত জেনারেল কিথ কেলগ। ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক। বৈঠকের মধ্যস্থতা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: রয়ট র স ইউক র ন র ত রস ক
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।