বিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ‘ওডিসি ওএলইডি জি৬’ নামের এই মনিটরটি মূলত গেমার বা গেম খেলোয়াড়দের জন্য তৈরি করা হয়েছে।

গত রোববার স্যামসাং জানায়, নতুন এই গেমিং মনিটর প্রাথমিকভাবে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ার বাজারে ছাড়া হয়েছে। পরে এটি বিশ্বের অন্যান্য দেশেও পাওয়া যাবে। ওডিসি ওএলইডি জি৬ মনিটরটির দাম ধরা হয়েছে ১ হাজার ৪৮৮ মার্কিন ডলার। মনিটরটিতে রয়েছে ২৭ ইঞ্চি আকারের কিউএইচডি (২৫৬০ x ১৪৪০ পিক্সেল) রেজল্যুশনের ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৫০০ হার্টজ। ডিসপ্লেটির গ্রে-টু-গ্রে রেসপন্স টাইম মাত্র শূন্য দশমিক শূন্য ৩ মিলিসেকেন্ড, যা দ্রুত প্রতিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এতে স্যামসাংয়ের নিজস্ব কিউডি-ওএলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মনিটরটি এনভিডিয়া জি-সিঙ্ক এবং এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রো প্রযুক্তি সমর্থন করবে। ফলে স্ক্রিন টিয়ারিং ও স্টাটারিংয়ের মতো সমস্যা কমে আসবে। দীর্ঘ সময় গেম খেলার সময়ও ছবি থাকবে মসৃণ ও স্থির।

গঠনগত দিক থেকে মনিটরটির ফ্রেমের উপাদান ধাতব। আর পেছনে রয়েছে ‘কোর লাইটিং+’ প্রযুক্তি, যা স্ক্রিনে প্রদর্শিত কনটেন্ট অনুযায়ী আলো বদলাবে। উচ্চতা, কাত ও ঘূর্ণনের মতো স্ট্যান্ড-সমন্বয়ের সুবিধাও এতে রাখা হয়েছে। মনিটরটির চারপাশে প্রায় অদৃশ্য বেজেল থাকবে। সংযোগের সুবিধার ক্ষেত্রে মনিটরটিতে রয়েছে ডিসপ্লে পোর্ট ১ দশমিক ৪, দুটি এইচডিএমআই পোর্ট, একটি ইউএসবি-এ পোর্ট এবং একটি হেডফোন জ্যাক। এটি ভেসা ডিসপ্লে এইচডিআর ট্রু ব্ল্যাক ৫০০ সার্টিফায়েড। সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিট পর্যন্ত পৌঁছাতে পারে। প্যানটোন ভ্যালিডেটেড মনিটরটি ২ হাজার ১০০টির বেশি রং এবং ১১০টি ভিন্ন ধরনের ত্বকের রং নিখুঁতভাবে প্রদর্শনে সক্ষম, যা গেমিংয়ের পাশাপাশি পেশাদার কনটেন্ট নির্মাতাদের জন্যও উপযোগী করে তুলেছে।

ওএলইডি ডিসপ্লেতে বার্ন-ইনের ঝুঁকি কমাতে স্যামসাং এতে যুক্ত করেছে ‘ওএলইডি সেফগার্ড+’ প্রযুক্তি। এতে ব্যবহার করা হয়েছে পালসেটিং হিট পাইপ ও ডায়নামিক কুলিং সিস্টেম, যা প্রচলিত পদ্ধতির চেয়ে পাঁচ গুণ বেশি কার্যকর বলে দাবি করেছে স্যামসাং। পাশাপাশি স্থির ছবির উপাদানগুলো স্বয়ংক্রিয়ভাবে হালকা ডিম হয়ে যাবে, যা দীর্ঘ মেয়াদে স্ক্রিন বার্ন রোধে সহায়ক হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে

ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।

নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।

ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।

প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।

ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।

সূত্র: টেক্লুসিভ

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি, এমফিলে মাসে ১৫ হাজার–পিএইচডিতে ২০ হাজার টাকা
  • পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
  • বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা
  • ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে