এবারও ঈদের দিনে সারা দেশে অধিকাংশ ট্রেনের চলাচল বন্ধ থাকবে। তবে, প্রতিবারের মতো ঈদের দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ৷
শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবিরের সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়েছে ৷ এরইমধ্যে চিঠির অনুলিপি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ৷
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১ নং আপ/২ নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫ নং আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) ছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে৷
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত উপলক্ষে বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে ৷
এছাড়া, ঈদের দিন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা মিশ্র ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ ওই দিন শুধু ২৫ নং (নকশিকাঁথা) ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ৷
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ র দ ন র লওয়
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। রোববার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ করেন অলি আহমদ।
এলডিপি প্রেসিডেন্ট রাত সাড়ে ৮টায় ফিরোজা থেকে বের হন। দু’জনের মধ্যে ৪৫ মিনিট কথা হয়েছে বলে জানা গেছে। অলি আহমদের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বলেন, ‘খালেদা জিয়া ও অলি আহমদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। অলি আহমদ বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।’
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। এর দু’দিন আগে ৫ জানুয়ারি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অলি আহমদ।