নারায়ণগঞ্জ বন্দরে বাইক এক্সিডেন্টে সরকারি  তুলারাম  কলেজের নারী শিক্ষার্থী আফসানা আক্তার (১৭) নিহত হয়েছে । এ ঘটনায়  বাইক চালক সিয়াব প্রধান (১৯)  আহত হয়। দূর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে। 

নিহত শিক্ষার্থী আফসানা আক্তার বন্দর উপজেলার বালিগাও এলাকার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে। আহত বাইক চালক সিয়াব প্রধান সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় বাইক চালককে উদ্ধার করে মদনপুর বারাকা হাসপাতালে প্রেরণ করেছে।

রোববার (১৮ মে) দুপুর আড়াইটায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ জাহিন গার্মেন্টসের পশ্চিম পাশে এ দূর্ঘটনাটি ঘটে। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে  লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আড়াইটায় দিকে বন্দর থানার বালিগাও এলাকার আনোয়ার হোসেন মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে আফসানা আক্তার ও সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে সিয়াব প্রধান মদনপুর থেকে মোটর সাইকেল যোগে সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। 

পরে তাদের  ব্যবহৃত মোটর সাইকেলটি ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ জাহিন গার্মেন্টসের পশ্চিম পাশে পৌছলে ওই সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত নামা  বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কলেজ ছাত্রী আফসানা আক্তার নিহত ও বাইক চালক সিয়াব মারাত্মক ভাবে আহত হয়।

বন্দর থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম জানান, ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূর্ঘটনার পর থেকে ঘাতক বাস চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ কল জ দ র ঘটন উপজ ল র এল ক র আফস ন

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ