নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য একটি বৃত্তি আছে। এর নাম ‘এনএল স্কলারশিপ’। আগে এটি হল্যান্ড স্কলারশিপ নামে পরিচিত ছিল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। স্কলারশিপটি নেদারল্যান্ডসের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হয়। 
সুযোগ-সুবিধা
এনএল বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ৫ হাজার ইউরো করে পান।
অধ্যয়নের বিষয়
প্রকৌশল, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, পর্যটন, পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ ও কলা নিয়ে পড়ার সুযোগ আছে।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এনএল স্কলারশিপের আওতায় যে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সুযোগ পাবেন শিক্ষার্থীরা—
lউট্রেখ্ট বিশ্ববিদ্যালয়
lগ্রোনিংগেন বিশ্ববিদ্যালয়
lইরাসমাস বিশ্ববিদ্যালয় রটারডাম
lমাস্ট্রিচ্ট বিশ্ববিদ্যালয়
lভিইউ আমস্টারডাম
lরাডবাউড বিশ্ববিদ্যালয়
lডেলফ্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
lআইনডোহভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
lটোয়েন্টি বিশ্ববিদ্যালয়
lথিওলজিক্যাল বিশ্ববিদ্যালয় অ্যাপেলডোর্ন
lথিওলজিক্যাল বিশ্ববিদ্যালয় কাম্পেন
lঅ্যারেস ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস
lআমস্টারডাম ইউনিভার্সিটি অব দ্য আর্টস
lআর্টইজেড ইনস্টিটিউট অব দ্য আর্টস
lব্রেডা ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস
এর বাইরে আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে।  সেসবের তালিকা ওয়েবসাইটে  পাওয়া  যাবে
আবেদনের যোগ্যতা—
হল্যান্ডে এনএল বৃত্তির জন্য শিক্ষার্থীদের কিছু মানদণ্ড পূরণ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে আবেদনকারী শিক্ষার্থীদের। ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। নেদারল্যান্ডসের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি পেলে এ বৃত্তিতে আবেদন করা যাবে না।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা  ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। 
বিস্তারিত তথ্যর জন্য : https://www.

studyinnl.org/finances/nl-scholarship 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউন ভ র স ট র জন য

এছাড়াও পড়ুন:

একঝলক (8 জুলাই ২০২৫)

ছবি: কল্যাণ প্রসূন

সম্পর্কিত নিবন্ধ

  • ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে
  • একঝলক (8 জুলাই ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৪ জুলাই ২০২৫)
  • ‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করল ইউসিবিডি
  • সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন
  • শুরু হয়েছে ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালের রেজিস্ট্রেশন কার্যক্রম
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের শেষ সময় ১৭ জুলাই
  • আজ টিভিতে যা দেখবেন (৩ জুলাই ২০২৫)
  • বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)