মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের হিসাব ব্যাংকগুলোতে যাদের স্বাক্ষরে পরিচালিত হয়, তা পরিবর্তন করতে পারবে না ব্যাংকগুলো। পাশাপাশি ব্যাংকগুলো নগদের হিসাব থেকে অর্থ লেনদেন করতে পারবে না। তবে নগদের নিয়মিত লেনদেন চলবে। নগদ পরিচালনায় নিয়ন্ত্রণ হারানোর পর বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

গ্রাহকের জমা করা অর্থ যাতে কোনোভাবে তছরুপের শিকার নয়, সে জন্য এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদ অতিরিক্ত ৬৫০ কোটি টাকা ই-মানি তৈরি করে জালিয়াতি করেছে। বাংলাদেশ ব্যাংক ছাড়া কারও টাকা তৈরির ক্ষমতা নেই। তারা শুধু জমা করা টাকার সমপরিমাণ ই-টাকা তৈরি করতে পারে। পাশাপাশি তারা সরকারি ভাতার ২ হাজার কোটি টাকা লুট করেছে। বিদেশি প্রতিষ্ঠানের নিরীক্ষাতেও এটা উঠে এসেছে। সে জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

গভর্নর বলেন, ‘আদালতের কারণে আমাদের প্রশাসক দল কাজ করতে পারছে না। আমরা আপিল করেছি, আশা করি ন্যায়বিচার পাব। এই সময় নগদ অনেক কিছু করে ফেলতে পারে। নথিপত্র নষ্ট করে বা প্রমাণ মুছে ফেলতে পারে। তবে গ্রাহকের অর্থের যেন ক্ষতি না হয়, সে জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নগদ ব্যাংকের মাধ্যমে কোনো টাকা স্থানান্তর করতে পারবে না।’

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। প্রশাসক নিয়োগ দেওয়ার পর নিরীক্ষায় উঠে আসে, নগদ লিমিটেডে বড় ধরনের জালিয়াতি হয়েছে। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটি আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করেছে। এসব কারণে ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব মিলছে না। সাবেক সরকারের আমলে নিয়মের বাইরে গিয়ে গ্রাহক বানানো, সরকারি ভাতা বিতরণসহ একচেটিয়া সুবিধা পায় নগদ। প্রতিষ্ঠানটিতে যখন এসব অনিয়ম হয়, তখন এর পরিচালনায় যুক্ত ছিলেন আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা করে বাংলাদেশ ব্যাংক। নগদ পরিচালনায় প্রশাসক দলের ওপর আদালতের স্থগিতাদেশ দেওয়ায় বাংলাদেশ ব্যাংক আপিল করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর চ ল নগদ র সরক র

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ