মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের হিসাব ব্যাংকগুলোতে যাদের স্বাক্ষরে পরিচালিত হয়, তা পরিবর্তন করতে পারবে না ব্যাংকগুলো। পাশাপাশি ব্যাংকগুলো নগদের হিসাব থেকে অর্থ লেনদেন করতে পারবে না। তবে নগদের নিয়মিত লেনদেন চলবে। নগদ পরিচালনায় নিয়ন্ত্রণ হারানোর পর বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

গ্রাহকের জমা করা অর্থ যাতে কোনোভাবে তছরুপের শিকার নয়, সে জন্য এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদ অতিরিক্ত ৬৫০ কোটি টাকা ই-মানি তৈরি করে জালিয়াতি করেছে। বাংলাদেশ ব্যাংক ছাড়া কারও টাকা তৈরির ক্ষমতা নেই। তারা শুধু জমা করা টাকার সমপরিমাণ ই-টাকা তৈরি করতে পারে। পাশাপাশি তারা সরকারি ভাতার ২ হাজার কোটি টাকা লুট করেছে। বিদেশি প্রতিষ্ঠানের নিরীক্ষাতেও এটা উঠে এসেছে। সে জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

গভর্নর বলেন, ‘আদালতের কারণে আমাদের প্রশাসক দল কাজ করতে পারছে না। আমরা আপিল করেছি, আশা করি ন্যায়বিচার পাব। এই সময় নগদ অনেক কিছু করে ফেলতে পারে। নথিপত্র নষ্ট করে বা প্রমাণ মুছে ফেলতে পারে। তবে গ্রাহকের অর্থের যেন ক্ষতি না হয়, সে জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নগদ ব্যাংকের মাধ্যমে কোনো টাকা স্থানান্তর করতে পারবে না।’

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। প্রশাসক নিয়োগ দেওয়ার পর নিরীক্ষায় উঠে আসে, নগদ লিমিটেডে বড় ধরনের জালিয়াতি হয়েছে। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটি আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করেছে। এসব কারণে ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব মিলছে না। সাবেক সরকারের আমলে নিয়মের বাইরে গিয়ে গ্রাহক বানানো, সরকারি ভাতা বিতরণসহ একচেটিয়া সুবিধা পায় নগদ। প্রতিষ্ঠানটিতে যখন এসব অনিয়ম হয়, তখন এর পরিচালনায় যুক্ত ছিলেন আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা করে বাংলাদেশ ব্যাংক। নগদ পরিচালনায় প্রশাসক দলের ওপর আদালতের স্থগিতাদেশ দেওয়ায় বাংলাদেশ ব্যাংক আপিল করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর চ ল নগদ র সরক র

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের চলচ্চিত্র শুল্ক নিয়ে ‘ব্যঙ্গ’, হেসে উঠলো পুরো হল রুম

কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য ফিনিশিয়ান স্কিম’এর প্রচারণায় এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলচ্চিত্র শুল্কের প্রস্তাব নিয়ে ব্যঙ্গ করেন খ্যাতনামা পরিচালক ওয়েস অ্যান্ডারসন।

সিনেমাটির নিয়ে সংবাদ সম্মেলন করেন পুরো টিম। এ সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অ্যান্ডারসন বলেন, ‘মুভিটাকে কি কাস্টমসে আটকে রাখবে? এটা তো এভাবে পাঠানো হয় না।’ তার এমন মন্তব্যের পর হল জুড়ে হাসির রুল পড়ে যায়।  

প্রসঙ্গত, ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বিদেশে শুটিং হওয়া আমেরিকান সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। কানে নিজের সিনেমার প্রচারণায় এসে ট্রাম্পের এমন নীতি নিয়েই ব্যঙ্গ করলেন পরিচারক। 

ওয়েস অ্যান্ডারসনের নতুন চলচ্চিত্র ‘দ্য ফিনিশিয়ান স্কিম’ আংশিকভাবে জার্মানিতে শুটিং হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক মজা করে বলেন, ‘আমি তো ভেবেছিলাম উনি (ট্রাম্প) আমাদের ছবি দেখে প্রশংসা করছেন। উনি কি ছবিটা দেখেছেন নাকি?’

এরপর তিনি বলেন, ‘১০০% শুল্কের কথা আমি আগে শুনিনি। এটা মানে কি উনি পুরো টাকাটাই নিয়ে নেবেন? তাহলে আমরা কী পাবো? ব্যাপারটা জটিল। সিনেমা তো আসলে এমনভাবে শিপ হয় না।’

‘দ্য ফিনিশিয়ান স্কিম’ ছবিতে অভিনয় করেছেন বেনিসিও দেল তোরো, মাইকেল সেরা এবং নবাগত মিয়া থ্রিপলেটন। থ্রিপলেটন হলিউড তারকা কেট উইন্সলেটের কন্যা।

দেল তোরো ছবিতে একজন শিল্পপতি জ্সা-জা কর্ডা চরিত্রে অভিনয় করেছেন, যিনি বারবার হত্যাচেষ্টার শিকার হন। মিয়া থ্রিপলেটন তার মেয়ে ‘সিস্টার লাইসেল’-এর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একজন সন্ন্যাসিনী, ধূমপায়ী ও মদ্যপ। মাইকেল সেরা অভিনয় করেছেন একজন সন্দেহজনক গৃহশিক্ষকের চরিত্রে।

ছবিটির সহ-লেখক রোমান কপোলার সঙ্গে কাজ করেছেন অ্যান্ডারসন। পরিচালক জানান, ছবির প্রাথমিক ভাবনা ছিল একজন ক্ষমতাশালী ব্যবসায়ীকে ঘিরে যিনি তার সিদ্ধান্তের সামাজিক প্রভাব নিয়ে উদাসীন।

সাংবাদিক সম্মেলনে অ্যান্ডারসন আরও জানান, তিনি রোমান কপোলা ও রিচার্ড আয়োয়াডেকে নিয়ে একটি নতুন সিনেমার চিত্রনাট্য লিখছেন। তিনি বলেন, ‘এই ছবিটাও বেশ অন্ধকারময় হবে। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না, তবে কিছু তো ঘোষণা করতেই হবে।’

এছাড়া পরিচালক জানান, ভবিষ্যতে মাইকেল সেরা ও বিল মারেকে নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। সেরাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চলুন হাত মেলাই, যেন এটা অফিসিয়ালি থাকে। অনেকে ‘হ্যাঁ’ বলে পরে আর করে না।’’

বিল মারেকে উদ্দেশ করে তিনি আরও মজা করে বলেন, “চলো ‘The Life Aquatic 2’ বানাই, কেমন?”

‘দ্য ফিনিশিয়ান স্কিম’ সীমিত পরিসরে আগামী ৩০ মে মুক্তি পাচ্ছে।  ৬ জুন থেকে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানিয়েছেণ পরিচালক। 

সম্পর্কিত নিবন্ধ