পটুয়াখালীর মহিপুরে হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে।
মঙ্গলবার (২০ মে) সকালে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা।
২০০৪ সালে এ সেতুটি নির্মাণ করে এলজিইডি। প্রায় পাঁচ বছর আগে চলাচলের অনুযোগী হলেও সেতুটি নির্মাণে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ওই এলাকার ব্রিজ লাগোয়া বাসিন্দা তানভীন বলেন, “সকালে ঘুমিয়ে ছিলাম। এসময় হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে দেখি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে গেছে এবং ধোঁয়া উড়ছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা অনেক ভোগান্তিতে পড়েছি।”
তাহেরপুর গ্রামের বাসিন্দা আবদুল মালেক বলেন, “১৫ গ্রামের ১৫ হাজার মানুষসহ পর্যটকরাও দুর্ভোগে পড়েছে। এ সেতু হয়ে কুয়াকাটায় আগত পর্যটকরা মিস্রিপাড়া বৌদ্ধ মন্দিরে ঘুরতে যায়। দ্রুত সময়ের মধ্যে নতুন করে সেতুটি নির্মাণের দাবি জানাচ্ছি।”
কলাপাড়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, “ভেঙে যাওয়া এ সেতুসহ উপজেলার ঝুঁকিপূর্ণ পাঁচটি সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।”
ঢাকা/ইমরান/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।