বেসরকারি ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি, আবেদন অনলাইনে
Published: 20th, May 2025 GMT
বেসরকারি ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ফরেন ট্রেড অপারেশনস বিভাগে ‘এক্সিকিউটিভ অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগে গতকাল সোমবার (১৯ মে) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
বিভাগের নাম: ফরেন ট্রেড অপারেশনস
পদের নাম: এক্সিকিউটিভ অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন৪৩তম বিসিএস: গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ প্রার্থী৪ ঘণ্টা আগেবেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ–সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন, এক্সিকিউটিভ অফিসার পদে কেউ চাকরি পেলে
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা ২৯ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনচীনের মফকম বৃত্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আইইএলটিএসে প্রয়োজন ৬১০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী বদল
সিলেট-১ আসনের প্রার্থী বদল করেছে জামায়াতে ইসলামী। এবার দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানকে ওই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি সিলেট-১ আসনে দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরকে প্রার্থী ঘোষণা করা হয়। ওই সময় সিলেট বিভাগের ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে জামায়াত ।
সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসানুল মাহবুব। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
সভা শেষে এহসানুল মাহবুব বলেন, জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন ইসলামি চিন্তাবিদ ও সজ্জন ব্যক্তিত্ব।
সভায় আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফেজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।