গাজায় নির্মম হামলা ও ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউস অফ কমন্সে এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাজ্য ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হোটোভেলিকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য মন্ত্রী তাকে জানিয়েছেন, গাজায় ইসরায়েলের ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা ‘অপ্রতিরোধ্য।’

ল্যামি বলেছেন, সংঘাত “অন্ধকারের নতুন পর্যায়ে প্রবেশ করছে। সোমবার ১০টিরও কম ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করেছে যা জঘন্য। নেতানিয়াহুর সরকার বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে।”

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে ল্যামি জানান, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পদক্ষেপের কারণে যুক্তরাজ্যের আজকের পদক্ষেপগুলি জরুরি হয়ে পড়েছে।

ইসরায়েলের জনগণকে সম্বোধন করে তিনি বলেন, “গাজায় যুদ্ধের ফলে আপনার সরকারের সাথে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি ইসরায়েল গাজায় তাদের সর্বশেষ সামরিক আক্রমণ চালিয়ে যায় এবং সহায়তার নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সরকার আরো পদক্ষেপ নেবে।”

এদিকে, যুক্তরাজ্যের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে, বাইরের দেশের চাপ গাজায় ইসরায়েলের চলমান অভিযানে কোনো প্রভাব ফেলবে না।

ইসরায়েলের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এক্স- এ এক পোস্টে বলেছেন, “ইসরায়েলবিরোধী আবেগ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার কারণে যুক্তরাজ্য যদি তার অর্থনীতির ক্ষতি করতে চায়, তবে তা দেশটির নিজস্ব অধিকার। বহিরাগত চাপ ইসরায়েলকে তার ধ্বংসকারী শত্রুদের বিরুদ্ধে অস্তিত্ব এবং সুরক্ষা রক্ষার পথ থেকে বিচ্যুত করবে না।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল র পরর ষ ট র পদক ষ প প রব শ সরক র ইসর য

এছাড়াও পড়ুন:

সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী বদল

সিলেট-১ আসনের প্রার্থী বদল করেছে জামায়াতে ইসলামী। এবার দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানকে ওই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি সিলেট-১ আসনে দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরকে প্রার্থী  ঘোষণা করা হয়। ওই সময় সিলেট বিভাগের ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে জামায়াত । 

সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসানুল মাহবুব। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

সভা শেষে এহসানুল মাহবুব বলেন, জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন ইসলামি চিন্তাবিদ ও সজ্জন ব্যক্তিত্ব।

সভায় আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফেজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ