গাজায় নির্মম হামলা ও ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউস অফ কমন্সে এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাজ্য ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হোটোভেলিকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য মন্ত্রী তাকে জানিয়েছেন, গাজায় ইসরায়েলের ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা ‘অপ্রতিরোধ্য।’

ল্যামি বলেছেন, সংঘাত “অন্ধকারের নতুন পর্যায়ে প্রবেশ করছে। সোমবার ১০টিরও কম ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করেছে যা জঘন্য। নেতানিয়াহুর সরকার বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে।”

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে ল্যামি জানান, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পদক্ষেপের কারণে যুক্তরাজ্যের আজকের পদক্ষেপগুলি জরুরি হয়ে পড়েছে।

ইসরায়েলের জনগণকে সম্বোধন করে তিনি বলেন, “গাজায় যুদ্ধের ফলে আপনার সরকারের সাথে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি ইসরায়েল গাজায় তাদের সর্বশেষ সামরিক আক্রমণ চালিয়ে যায় এবং সহায়তার নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সরকার আরো পদক্ষেপ নেবে।”

এদিকে, যুক্তরাজ্যের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে, বাইরের দেশের চাপ গাজায় ইসরায়েলের চলমান অভিযানে কোনো প্রভাব ফেলবে না।

ইসরায়েলের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এক্স- এ এক পোস্টে বলেছেন, “ইসরায়েলবিরোধী আবেগ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার কারণে যুক্তরাজ্য যদি তার অর্থনীতির ক্ষতি করতে চায়, তবে তা দেশটির নিজস্ব অধিকার। বহিরাগত চাপ ইসরায়েলকে তার ধ্বংসকারী শত্রুদের বিরুদ্ধে অস্তিত্ব এবং সুরক্ষা রক্ষার পথ থেকে বিচ্যুত করবে না।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল র পরর ষ ট র পদক ষ প প রব শ সরক র ইসর য

এছাড়াও পড়ুন:

ঢাবি উপাচার্য-প্রক্টরসহ ৩ জনকে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলে নিজের সিট ফিরে পাওয়াসহ তিন দফা দাবিতে উপাচার্য, প্রক্টর ও হলটির প্রাধ্যক্ষ বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এক শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল। 

আরো পড়ুন:

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উত্তাল রাতের ক্যাম্পাস

চাকসু: ৩ পদ শূন্য রেখে বামপন্থিদের ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল ঘোষণা

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) স্বাক্ষরিত এক আইনি নোটিশে তিনি ঢাবি প্রশাসনের কাছে তিন দফা দাবি জানান।

জালাল আহমদ অভিযোগ করে জানান, হলে বহিরাগত ও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের মদদে তার ওপর মব হামলাও চালানো হয়। কিন্তু তদন্ত ছাড়াই হল প্রাধ্যক্ষ তাকে বহিষ্কার করেন এবং প্রশাসন তার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করে।

এর আগে, হলের রুমমেটকে মারধর এবং ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করার ঘটনায় জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’ মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন এবং ২৭ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরপর গত ১১ সেপ্টেম্বর আদালত জামিন মঞ্জুর করলে কারাগার থেকে মুক্ত হন জালাল।

ওই শিক্ষার্থীর দাবিগুলো হলো— হামলার সঙ্গে জড়িতদের শাস্তি ও প্রশাসনের ক্ষমা প্রার্থনা; অবৈধভাবে বাতিল হওয়া তার বৈধ সিট ফেরত দেওয়া; বিশ্ববিদ্যালয়ের হলে বহিরাগত ও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদ করা।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ