সংস্কার ছাড়া নির্বাচন দেশবাসী মানবে না: ইসলামী আন্দোলন
Published: 20th, May 2025 GMT
চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ জন্ম হবে। আবারও জাতীয় লুটেরা তৈরি হবে। দেশের টাকা বিদেশে পাচারের হিড়িক পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার কারও চাপে মাতা নত করে সংস্কারবিহীন অবস্থায় নির্বাচন দিলে দেশবাসী মানুষ তা বরদাশত করবে না।
মঙ্গলবার সন্ধ্যা পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণের যৌথ সভায় এসব কথা বলেছেন তিনি।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেছেন, মানবিক করিডোরের ইতিহাস ভালো না। এসব স্পর্শকাতর বিষয়ে নতুন করে চুক্তি করা বর্তমান সরকারের কাজ নয়। দেশের আইনশৃঙ্খলা ভালো নয়। দ্রুত পরিস্থিতির উন্নতি চায় দেশবাসী।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন মহানগর নেতারা।
উৎস: Samakal
কীওয়ার্ড: চরম ন ই প র
এছাড়াও পড়ুন:
ইউটিউবে দিনে মাত্র আধা ঘণ্টা ব্যয় করেই শিখতে পারেন ইংরেজি
যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা। কিন্তু আমরা ইংরেজি শেখা শুরু করি ব্যাকরণ দিয়ে। এ জন্য দীর্ঘদিন পড়েও আমরা বেশির ভাগ মানুষ ভালো ইংরেজি শিখতে পারি না। অধিকাংশ মানুষের বলায়, শোনায়, নয় তো লেখায় কমবেশি সমস্যা থেকেই যায়।
আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক—যা–ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে এবং শেখার ইচ্ছা থাকলে এই কাজগুলো করুন।
১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যত বই আছে, স্রেফ সরিয়ে রাখুন। এগুলো আপনি কেনেন ঠিকই কিন্তু তিন দিনও ঠিকমতো খুলে দেখেন না।
স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দিন। কারণ, এই কোচিংয়ে আপনি ভর্তি হন ঠিকই কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিংয়ে গিয়েও খুব বেশি লাভ আপনার হয়নি।
আপনার মুঠোফোন আছে, আইপ্যাড আছে, বাসায় ইন্টারনেট আছে। প্রতিদিন নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকে এটা-সেটা দেখে সময় ব্যয় করেন। আজ থেকে টানা ৩০ দিন ইংরেজি শেখায় দিন, আর এই সময়টা শুধু ইউটিউবে দেবেন।
ইংরেজি শেখার নানা চ্যানেল পাবেন ইউটিউবে