বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থক ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। একই সঙ্গে নগর ভবন তালাবদ্ধ থাকায় ভবনের ভেতরের সব সেবা বন্ধের পাশাপাশি যে আটটি আঞ্চলিক অফিস নগর ভবনের বাইরে রয়েছে সেগুলোও বন্ধ রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো.
ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। তারা যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইশর ক হ স ন ড এনস স ন গর ক স ব নগর ভবন বন ধ র ভবন র
এছাড়াও পড়ুন:
দিল্লির হারের ম্যাচে উজ্জ্বল মোস্তাফিজ
প্রথম ১৮ ওভারে দিল্লি ক্যাপিটালসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩২ রানের বেশি নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। মনে হচ্ছিল দিনটা মোস্তাফিজদের দিল্লিরই হতে যাচ্ছে।
কিন্তু শেষ ২ ওভারে সব ওলটপালট। ওয়াংখেড়েতে ৪৮ রান নিল মুম্বাই। তাতে ১৮০ রানের চূঁড়ায় যায় তাদের দলীয় রান। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দিল্লির এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যর্থ মোস্তাফিজের দল। ১২১ রানে আটকে যায় ১৮.২ ওভারে। ৫৯ রানের বিশাল পরাজয়কে সঙ্গী করে টুর্নামেন্ট থেকে বিদায় তারা।
দল হারলেও বোলিংয়ে মোস্তাফিজ ছিলেন উজ্জ্বল। ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট পেয়েছেন। পাওয়ার প্লে’র তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন। নিজের দ্বিতীয় বলে দলকে প্রথম সাফল্য এনে দেন। তুলে নেন রোহিত শর্মার উইকেট। তার বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রোহিত। নিজের প্রথম ওভারে ৩ রানে ১ উইকেট পান বাংলাদেশের তারকা পেসার।
এক ওভার পর বোলিংয়ে এসে ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের ব্যাটে চার ছক্কা হজম করেন। ২ ওভারে তার বোলিংয়ের চিত্র ছিল এরকম, ২-০-১৫-১।
১৪তম ওভারে বোলিংয়ে ফিরে শুরুর চার বলে কেবল ২ রান দেন বাঁহাতি পেসার। কিন্তু পঞ্চম বলে সুরিয়াকুমার তার স্লোয়ার বল আগেভাগেই বুঝতে পেরে ছক্কা উড়ান। শেষ বলে আসে ১ রান।
১৮তম ওভারেও তিন ডট বল দেন মোস্তাফিজ। তবে চতুর্থ বলে হজম করেন চার। ৪ ওভার শেষে ৩০ রানে তার বোলিং ছিল আঁটসাঁট। ৭.৫০ ইকোনমিতে ডট বল ছিল ১০টি।
প্লে-অফের চার দলের তিনটি নিশ্চিত ছিল আগে। বাকি একটি জায়গার লড়াইয়ে ছিল দিল্লি ও মুম্বাই। গতকালের হারে দিল্লিও ছিটকে গেল।
টুর্নামেন্টে এখনও তাদের এক ম্যাচ বাকি আছে। ২৪ মে জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে মোস্তাফিজরা। লিগে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।
ঢাকা/ইয়াসিন