মেরিল-প্রথম আলো পুরস্কারে ২০২৪–এর সমালোচক পুরস্কারে সেরা ওয়েব সিরিজ হয়েছে ‘রঙিলা কিতাব’। হইচই অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে। হইচই বাংলাদেশের সাকিব আর খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী আফসানা মিমি ও নির্মাতা আশফাক নিপুন।

আরও পড়ুনআবুল হায়াত পেলেন আজীবন সম্মাননা৫৬ মিনিট আগে

ওয়েব সিরিজ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন, চরকির ‘২ষ’ নির্মাণ করেছেন তিনি।

‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ‘সিনপাট’–এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জিন্নাত আরা।

সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন সালজার রহমান, তিনি ‘কালপুরুষ’–এর চিত্রনাট্য লিখেছেন।

সেরা ওয়েব সিরিজ হয়েছে ‘রঙিলা কিতাব’.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ক র

এছাড়াও পড়ুন:

মেঘনার পাড়ে ‘আড়াই ঘণ্টার হাট’, দৈনিক বেচাকেনা ২৫-২৬ লাখ টাকার টাটকা মাছ

মেঘনা নদীর তীরে প্রতিদিন সকাল ও বিকেলে দুই দফায় মোট আড়াই ঘণ্টার জন্য বসে হাটটি। এই অল্প সময়ে প্রতিদিন গড়ে বেচাকেনা হয় প্রায় ২৫ থেকে ২৬ লাখ টাকার তাজা মাছ। জেলে, আড়তদার ও ক্রেতা-বিক্রেতাদের হইচই আর হাঁকডাকে মুখর থাকে হাটটি।

এই হাটের অবস্থান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধের পশ্চিম পাশে। এটি ‘বাবুরবাজার হাট’ নামে পরিচিত। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই হাট বসে। স্থানীয় লোকজনের চাহিদা মিটিয়ে এখান থেকে মাছ যায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লাসহ আশপাশের আরও কয়েকটি জেলা-উপজেলায়।

গতকাল শুক্রবার সকালে বাবুরবাজার হাটে গিয়ে দেখা যায়, সেখানে অনেক লোকের জটলা, হইচই ও কোলাহল। আড়তদার, পাইকার ও সাধারণ ক্রেতাদের দর-কষাকষি ও হাঁকডাকে পরিবেশ জমজমাট। মেঘনার তীরে ভেড়ানো নৌকা থেকে জেলেরা ডালায় করে ছোট-বড় বিভিন্ন মাছ এনে রাখছেন আড়তদারদের কাছে। তাঁর কাছ থেকে ওই মাছ কিনছেন পাইকারি ও খুচরা ক্রেতারা। ইলিশ, পাঙাশ, রুই, কাতলা, চেউয়া, বাইলা, রিঠা, পোয়া, চাপিলা, শিং ও শিলংসহ আরও নানা জাতের মাছ উঠছে সেখানে। দরদাম শেষে ক্রেতারা আড়তদারদের কাছ থেকে সেগুলো কিনছেন।

ইলিশ, পাঙাশ, রুই, কাতলা, চেউয়া, বাইলা, রিঠা, পোয়া, চাপিলা, শিং ও শিলংসহ আরও নানা জাতের মাছ ওঠে এই হাটে। গতকাল শুক্রবার সকালে তোলা

সম্পর্কিত নিবন্ধ

  • মেঘনার পাড়ে ‘আড়াই ঘণ্টার হাট’, দৈনিক বেচাকেনা ২৫-২৬ লাখ টাকার টাটকা মাছ