Samakal:
2025-05-24@00:19:29 GMT

হলুদ ছাতা ও ছোট্ট মেয়ের গল্প

Published: 23rd, May 2025 GMT

হলুদ ছাতা ও ছোট্ট মেয়ের গল্প

এক বৃষ্টির দিনে একটা কালো ছাতার মধ্যে ছোট্ট এক হলুদ ছাতা ঢুকে বসে ছিলো। হলুদ ছাতার মধ্যে ছিল সুন্দর একটা হলুদ ফুলের নকশা। এই ছাতাটা ছিলো একটা ছোট্ট মেয়ের। মেয়েটি খুব ভালো ছিলো আর সুন্দর। একদিন বৃষ্টির দিনে ছোট মেয়েটি ওই হলুদ ফুলের ছাতাটি নিয়ে বের হলো।
বাইরে তখন কেবলই কালো ছাতা। একমাত্র মেয়েটিই হলুদ ছাতা নিয়ে বের হয়েছে। সে যখন রাস্তা দিয়ে হাঁটছিলো, তখন দেখলো, একটা গাছে ছাতার মতো দেখতে সুন্দর একটা ফুল।  সে ওই ফুল নিতে পারলো না। তাই সে মন খারাপ করে বাসে উঠে পড়লো।
বাসটিতে তখন কেউ ছিলো না। মেয়েটা একা একটা সিটে বসলো। হলুদ ছাতাটি পাশে রাখলো, কিন্তু তার হ্যান্ডল ধরে ছিলো। মেয়েটি কখন মন খারাপ করে বসে ঘুমিয়ে পড়লো বুঝতে পারে না। হঠাৎ সে দেখলো, একটা হলুদ বেলুন বাসের জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছে। সে জানালা ভালো করে খোলার সাথে সাথে বেলুনটা ফেটে বাসের ভেতরে ঢুকে গেলো। সঙ্গে সঙ্গে বেলুন থেকে রাজ্যের প্রজাপতি বের হয়ে হাওয়ায় ভাসতে লাগলো। মেয়েটি দেখলো, সে যেন আর বাসে নাই। সে যেন হলুদ ছাতা নিয়ে এক অন্য রাজ্যে চলে গিয়েছে। সেখানে সে তার হলুদ ছাতা খুলে দিল। ছাতা ধরে ভাসতে ভাসতে মেয়েটি দেখলো একটা জায়গায় খুব সুন্দর চাঁদ আর তারা। চাঁদের জায়গাটা কী সুন্দর আর ঝকঝকে। তারাটাও খুব সুন্দর। হঠাৎ তার হাত থেকে ছাতাটা পড়ে গেলো। ওমনি সে আস্তে আস্তে নামতে থাকলো নিচের দিকে।
ভেবেছিলো সে পড়ে যাবে। কিন্তু দেখলো, একটা একটা করে সিঁড়ি তৈরি হচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মেয়েটির ঘুম ভেঙে গেলো। তখন সে দেখলো, বাসে ওর পাশেই রাখা ছাতাটা। কোলে পড়ে আছে রাস্তায় দেখা ফুলটা। সে ফুল হাতে নিয়ে বাইরে দেখলো, কী সুন্দর আকাশ। সুন্দর বাতাস বইছে, একটা পাখি ডাকছে। এখানেই গল্পটা শেষ হলো। n

বয়স : ২+৩+৩‍ বছর; দ্বিতীয় শ্রেণি, কল্যানপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হল দ ছ ত স ন দর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২৪ মে ২০২৫)

২য় বেসরকারি টেস্ট

বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’

সকাল ১০টা, টি স্পোর্টস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

আবাহনী-রহমতগঞ্জ

বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব

পুলিশ-চট্ট. আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব

কিংস-ফর্টিস

সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ইউটিউব

ট্রেন্ট ব্রিজ টেস্ট-৩য় দিন

ইংল্যান্ড-জিম্বাবুয়ে

বিকেল ৪টা, সনি স্পোর্টস ৫

আইপিএল

দিল্লি-পাঞ্জাব

রাত ৮টা, টি স্পোর্টস

লা লিগা

রিয়াল-সোসিয়েদাদ

রাত ৮-১৫ মি., জিও সিনেমা

সম্পর্কিত নিবন্ধ