কমপ্লিট শাটডাউনে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
Published: 24th, May 2025 GMT
৯ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন শুরু করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকাল ৯টায় তারা ক্যাম্পাসের সব কক্ষে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দাবিগুলো মানার জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজটি সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকায় অবস্থিত। এদিন সকাল থেকেই পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য সমবেত হতে থাকেন শিক্ষার্থীরা। তারা জানান, পরীক্ষায় নকলের দায়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারকে বহিষ্কার করা হয়েছিল। এতে তিনি আত্মহত্যা করেন। কম্পাইন্ড সিস্টেমে পরীক্ষার কারণে চাপ সামাল দিতে না পেরে ধ্রুবজিৎ এমন করেছেন বলে মনে করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ব্যর্থ। এটি শিক্ষার্থীদের মধ্যে গভীর সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এ ছাড়া গুণগত শিক্ষা ও মূল্যায়ন নিশ্চিত না হওয়ায় কম্বাইন্ড একাডেমিক সিস্টেমের জটিলতায় তারা দীর্ঘদিন ধরে একাডেমিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন।
ভোগান্তি নিরসনে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৯টি দাবি উত্থাপন করেন। এসব জানিয়ে বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী সীমান্ত, শাওন মাহমুদ, শাওলী ঘোষ, শুভ, ফাহিম ভূঁইয়া প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল কল জ র শ ক ষ র থ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।