মোস্তাফিজ নিলেন ৩ উইকেট, ভাঙলেন সাকিবের রেকর্ড
Published: 24th, May 2025 GMT
ম্যাচে মোস্তাফিজুর রহমানের শেষ বল। ঠিকঠাক ব্যাটে নিতে পারলেন না মার্কাস স্টয়নিস। বল উঠল ওপরে, ক্যাচের জন্য মিড উইকেটের দিকে দৌড়ালেন মোস্তাফিজসহ দুজন। কিন্তু মুখোমুখি সংঘর্ষ বেধে যাবে বলে শেষ চেষ্টা কেউই করলেন না। বল পড়ল একটু সামনে, ফাঁকায়।
দুজনের একজন ক্যাচটা নিতে পারলে মোস্তাফিজের উইকেটসংখ্যা বাড়ত আরও একটি। তবে সেটা না হলেও আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো বোলিংয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার চার ওভার বল করে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে দুটিই ডেথ ওভারে।
জয়পুরের মানসিং স্টেডিয়ামে মোস্তাফিজ ৩ উইকেট নেওয়ার পথে সাকিবকে ছাড়িয়ে গেছেন। ৯ মৌসুম আইপিএলে খেলে ৭০ ইনিংসে ৬৩ উইকেট নিয়েছিলেন সাকিব। যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছিল। আজ মোস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে নামেন নামের সঙ্গে ৬২ উইকেট নিয়ে। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে পাঞ্জাব ওপেনার প্রিয়াংশ আর্যকে ট্রিস্টান স্টাবসের ক্যাচ বানিয়ে বসেন সাকিবের পাশে।
৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তারেক রহমানের নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ গড়া সম্ভব : গিয়াসউদ্দিন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শাসনামলে ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশকে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই নতুনভাবে গড়ে তোলা সম্ভব।
দেশের মানুষ এখন বিএনপিকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে এবং তারেক রহমানের মধ্যেই একজন ডাইনামিক নেতার সমস্ত গুণাবলী খুঁজে পেয়েছে।
শনিবার ( ১২ জুলাই ) ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন বলেন, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার পর থেকে সারা বাংলাদেশে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। যেখানেই যাই, নতুন নতুন মানুষ অনুরোধ জানায় যে তারা বিএনপির সদস্য হতে চায়।
ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক ত্তত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম-আহŸায়ক আল-আমিন ইকবাল।