টেস্টের যে ১০টি রেকর্ড (হয়তো) ভাঙবে না কোনো দিন
Published: 26th, May 2025 GMT
রেকর্ডের জন্মই ভেঙে যাওয়ার জন্য—কথাটা নিশ্চয়ই শুনেছেন। তারপরও কিছু রেকর্ড আছে, যেসবের গায়ে অমরত্বের সিল দিয়ে দেওয়া যায়। কোনো দিনই যা ভাঙবে বলে বিশ্বাস হতে চায় না। এই লেখার বিষয় শুধুই টেস্ট ক্রিকেট। কোনো দিনই হয়তো ভাঙবে না, এমন রেকর্ডের তালিকা থেকে লেখকের ব্যক্তিগত পছন্দে বেছে নেওয়া ১০টি রেকর্ড—১. ডন ব্র্যাডম্যানের ৯৯.
ক্রিকেটের সবচেয়ে বড় বিস্ময় বলতে হবে এটিকেই। ৫০–এর ওপরে ব্যাটিং গড়ই যেখানে খুব ভালো ব্যাটসম্যানের স্বীকৃতি এনে দেয়, সেখানে ব্র্যাডম্যানের গড় এর প্রায় দ্বিগুণ! ৫২তম ও শেষ টেস্টটা খেলতে নেমেছিলেন ১০১.৩৯ ব্যাটিং গড় নিয়ে। ৪ রান করলেই ঠিক ১০০ গড় নিয়ে ক্যারিয়ার শেষ করতে পারতেন। ইংলিশ লেগ স্পিনার এরিক হলিসের গুগলিতে বোল্ড হয়ে যাওয়ায় যা হয়ে যায় ৯৯.৯৪—ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত সংখ্যা। অঙ্কটা কেমন অবিশ্বাস্য, তা আরেকটু বুঝতে এই রেকর্ডে ব্র্যাডম্যানের নিকটতম ব্যাটিং গড় দেখলেই চলছে।
স্যার ডন ব্রাডম্যানের টেস্ট ব্যাটিং গড় অবিশ্বাস্য—৯৯.৯৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
পরিবারের কারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না ম্রুণাল
২ / ১০‘মুঝসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়া’ দিয়ে ২০১২ সালে টিভিতে কাজ শুরু করেন। ২০১৮ সালে ‘লাভ সোনিয়া’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় অভিনেত্রীর। ম্রুণালের ইনস্টাগ্রাম থেকে