ঢাকার বাড্ডায় বিএনপি নেতা খুনের ঘটনায় এখনো মামলা হয়নি
Published: 26th, May 2025 GMT
ঢাকার বাড্ডা এলাকায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। বাড্ডা থানার পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা মরদেহ দাফন শেষে মামলা করবেন।
গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুনরাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত১০ ঘণ্টা আগেপুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।
খুনের ঘটনার পর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, কে বা কারা কামরুলকে গুলি করেছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।