কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় লিচু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার (২৫ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ সোমবার (২৬ মে) বেলা ৩টার দিকে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃদ্ধের নাম রেজাউল আহসান লেলিন (৮০)। তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপ্রিয়া গ্রামের বাসিন্দা। ১৩ মে রেজাউল আহসান লিচু পাড়তে গিয়ে আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

আরো পড়ুন:

এ সপ্তাহের রাশিফল (২৪-৩০ মে)

লিচু খাচ্ছেন, এই ফলের ভালো-মন্দ জেনে নিন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে বসতবাড়ির আঙিনায় লিচুবাগানে ওঠেন বৃদ্ধ রেজাউল হাসান। এ সময় এক ডাল থেকে অন্য ডালে পার হওয়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। গুরুত্বর আহত অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার (২৫ মে) রাতে তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, থানা থেকে রিপোর্ট দেয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

ঢাকা/কাঞ্চন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফল ন হত

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ