ইউরোপের শীর্ষ ৫ লিগে সর্বোচ্চ গোলদাতা কারা, কারাই বা করিয়েছেন সবচেয়ে বেশি গোল
Published: 26th, May 2025 GMT
শেষ হয়েছে ইউরোপের শীর্ষ ৫ লিগের লড়াই। গতকাল রাতেই মৌসুমে শেষবারের মতো লিগ ম্যাচ খেলতে নামে দলগুলো। এই ম্যাচগুলোয় অনেক দলের ভাগ্যও নির্ধারিত হয়েছে। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কারা খেলবে, সেই প্রশ্নেরও চূড়ান্ত মীমাংসা হয়েছে গত রাতে।
শুধু কি তা–ই, এ রাতেই নির্ধারিত হয়েছে কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন শু জয়। এর পাশাপাশি লিগগুলোয় গোল করায় এবং গোলে সহায়তায় কারা এগিয়ে, সেই তালিকাও চূড়ান্ত হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক গোল এবং গোলে সহায়তায় কোনো লিগে কারা শীর্ষে।
 
প্রিমিয়ার লিগে এবার শুরু থেকেই গোলে এগিয়ে ছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। এই মিসরীয় ফরোয়ার্ডের পারফরম্যান্সই মূলত লিভারপুলকে শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে দেয়। শুরুতে আর্লিং হলান্ডের সঙ্গে সালাহর গোলের দ্বৈরথ চললেও পরে তা একপেশে হয়ে পড়ে। সব মিলিয়ে ৩৮ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন সালাহ। হলান্ড অবশ্য দুইয়েও থাকতে পারেননি। তাঁর অবস্থান তিনে আর দুইয়ে লিগ শেষ করেছেন নিউক্যাসল ইউনাইটেডের আলেক্সান্দার ইসাক। গোল করার পাশাপাশি গোলে সহায়তায়ও ছিল সালাহর দাপট। এই পরিসংখ্যানে সালাহর আশপাশেও কেউ নেই।
 
রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে দলীয়ভাবে সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে চমক দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের পুরস্কার ‘পিচিচি’র পাশাপাশি জিতেছে ইউরোপিয়ান গোল্ডেন শু। ৩৪ ম্যাচে এমবাপ্পে করেছেন ৩১ গোল। গোলের লড়াইয়ে এমবাপ্পের সঙ্গে রবার্ট লেভানডফস্কিও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। এমবাপ্পেই বাজিমাত করেছেন।
ইতালিয়ান লিগ সিরি ‘আ’র শীর্ষ তিন গোলদাতার তালিকায় চ্যাম্পিয়ন নাপোলি এবং রানার্সআপ ইন্টার মিলানের কেউ নেই। ২৫ গোল করে সবার ওপরে আতালান্তার মাতেও রেতেগুই। যদিও শেষ পর্যন্ত দলগতভাবে হতাশাই সঙ্গী হয়েছে তাঁর। চ্যাম্পিয়ন নাপোলির সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ১৪ গোল করে যিনি আছেন ৫ নম্বরে।
বুন্দেসলিগায় এই মৌসুমে গোলমেশিনের ভূমিকায় ছিলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের লিগ জেতায় দারুণ ভূমিকা ছিল এই ইংলিশ স্ট্রাইকারের। নিজের ক্যারিয়ারে প্রথম ট্রফি জেতার পথে কেইন গোল করেছেন ২৬টি। গোলের পাশাপাশি গোল সহায়তায়ও শীর্ষে বায়ার্ন। দলটির হয়ে মাইকেল ওলিস সর্বোচ্চ ১৫টি।
ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে সদ্য শেষ হওয়া মৌসুমে নিজের সেরা ছন্দে ছিলেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। লিগে যৌথভাবে সর্বোচ্চ ২১ গোল করেছেন দেম্বেলে। মার্সেইয়ের ম্যাসন গ্রিনউডও দেম্বেলের সমান ২১ গোল করেছেন। তবে লিগ ট্রফি জিতে শেষ হাসি হেসেছেন দেম্বেলেই। গোল সহায়তায় শীর্ষে অসেরের অখ্যাত মিডফিল্ডার গায়েতান পেরিন।
 
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল কর ছ ন এমব প প ইউর প
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।