শেষ হয়েছে ইউরোপের শীর্ষ ৫ লিগের লড়াই। গতকাল রাতেই মৌসুমে শেষবারের মতো লিগ ম্যাচ খেলতে নামে দলগুলো। এই ম্যাচগুলোয় অনেক দলের ভাগ্যও নির্ধারিত হয়েছে। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কারা খেলবে, সেই প্রশ্নেরও চূড়ান্ত মীমাংসা হয়েছে গত রাতে।

শুধু কি তা–ই, এ রাতেই নির্ধারিত হয়েছে কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন শু জয়। এর পাশাপাশি লিগগুলোয় গোল করায় এবং গোলে সহায়তায় কারা এগিয়ে, সেই তালিকাও চূড়ান্ত হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক গোল এবং গোলে সহায়তায় কোনো লিগে কারা শীর্ষে।

প্রিমিয়ার লিগ

প্রিমিয়ার লিগে এবার শুরু থেকেই গোলে এগিয়ে ছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। এই মিসরীয় ফরোয়ার্ডের পারফরম্যান্সই মূলত লিভারপুলকে শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে দেয়। শুরুতে আর্লিং হলান্ডের সঙ্গে সালাহর গোলের দ্বৈরথ চললেও পরে তা একপেশে হয়ে পড়ে। সব মিলিয়ে ৩৮ ম্যাচ খেলে ২৯ গোল করেছেন সালাহ। হলান্ড অবশ্য দুইয়েও থাকতে পারেননি। তাঁর অবস্থান তিনে আর দুইয়ে লিগ শেষ করেছেন নিউক্যাসল ইউনাইটেডের আলেক্সান্দার ইসাক। গোল করার পাশাপাশি গোলে সহায়তায়ও ছিল সালাহর দাপট। এই পরিসংখ্যানে সালাহর আশপাশেও কেউ নেই।

গোলে শীর্ষ তিনগোল সহায়তায় শীর্ষ তিনলা লিগা

রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে দলীয়ভাবে সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে চমক দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের পুরস্কার ‘পিচিচি’র পাশাপাশি জিতেছে ইউরোপিয়ান গোল্ডেন শু। ৩৪ ম্যাচে এমবাপ্পে করেছেন ৩১ গোল। গোলের লড়াইয়ে এমবাপ্পের সঙ্গে রবার্ট লেভানডফস্কিও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। এমবাপ্পেই বাজিমাত করেছেন।

গোলে শীর্ষ তিনগোল সহায়তায় শীর্ষ তিনসিরি ‘আ’

ইতালিয়ান লিগ সিরি ‘আ’র শীর্ষ তিন গোলদাতার তালিকায় চ্যাম্পিয়ন নাপোলি এবং রানার্সআপ ইন্টার মিলানের কেউ নেই। ২৫ গোল করে সবার ওপরে আতালান্তার মাতেও রেতেগুই। যদিও শেষ পর্যন্ত দলগতভাবে হতাশাই সঙ্গী হয়েছে তাঁর। চ্যাম্পিয়ন নাপোলির সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ১৪ গোল করে যিনি আছেন ৫ নম্বরে।

গোলে শীর্ষ তিনগোল সহায়তায় শীর্ষ তিনবুন্দেসলিগা

বুন্দেসলিগায় এই মৌসুমে গোলমেশিনের ভূমিকায় ছিলেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের লিগ জেতায় দারুণ ভূমিকা ছিল এই ইংলিশ স্ট্রাইকারের। নিজের ক্যারিয়ারে প্রথম ট্রফি জেতার পথে কেইন গোল করেছেন ২৬টি। গোলের পাশাপাশি গোল সহায়তায়ও শীর্ষে বায়ার্ন। দলটির হয়ে মাইকেল ওলিস সর্বোচ্চ ১৫টি।

গোলে শীর্ষ তিনগোল সহায়তায় শীর্ষ তিনফ্রেঞ্চ লিগ ‘আঁ’

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে সদ্য শেষ হওয়া মৌসুমে নিজের সেরা ছন্দে ছিলেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। লিগে যৌথভাবে সর্বোচ্চ ২১ গোল করেছেন দেম্বেলে। মার্সেইয়ের ম্যাসন গ্রিনউডও দেম্বেলের সমান ২১ গোল করেছেন। তবে লিগ ট্রফি জিতে শেষ হাসি হেসেছেন দেম্বেলেই। গোল সহায়তায় শীর্ষে অসেরের অখ্যাত মিডফিল্ডার গায়েতান পেরিন।

গোলে শীর্ষ তিনগোল সহায়তায় শীর্ষ তিন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ল কর ছ ন এমব প প ইউর প

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত না হলে তা শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের প্রতারণা বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

দাবিগুলো হলো— আসন্ন জকসু নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত করতে হবে; নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে; নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে; সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির প্রধান সংগঠক মাসুদ রানা বলেন, “আমরা যখন জকসুর দাবিতে অনশন করছিলাম, তখন প্রশাসন ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি মহল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।”

তিনি বলেন, “ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা থাকায় ওই মাসে নির্বাচন অসম্ভব। তাই ২৭ নভেম্বরই জকসু নির্বাচনের উপযুক্ত সময়।”

তিনি আরো বলেন, “আমরা জানতে চাই, নির্বাচন পেছানোর মধ্য দিয়ে জকসু নির্বাচন ভণ্ডুল করার কোনো প্রক্রিয়া চলছে কিনা। পুরান ঢাকাকে অস্থিতিশীল করে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায়। শিক্ষার্থীদের জীবনের প্রথম ভোট হবে জকসু নির্বাচন—তা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ