ক্লাব বিশ্বকাপে খেলতেই কি আল নাসর ‘অধ্যায় শেষ’ বললেন রোনালদো
Published: 27th, May 2025 GMT
আল ফাতেহ স্টেডিয়ামে গত রাতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসর। সৌদি প্রো লিগে তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করল ক্লাবটি। এই ম্যাচের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
তাঁর ভেরিফায়েড ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখা হয়, এই ‘অধ্যায় শেষ’। বাংলাদেশ সময় রাত আড়াইটার কিছু পর রোনালদোর তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে এই পোস্ট করা হয়।
আরও পড়ুন৯১৪ কোটি টাকার পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস বিমানে করে ব্রাজিলে আনচেলত্তি১ ঘণ্টা আগেআল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। ৪০ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ সালে আল নাসরে যোগ দেন।
ফিফা ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয় কিছুদিন আগে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেন, ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা নিয়ে ‘আলোচনা চলছে’। যদিও আল নাসর ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সৌদি আরব থেকে এ টুর্নামেন্টে শুধু আল হিলাল জায়গা করে নিতে পেরেছে। তবে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলকে ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ দলবদলের সুবিধা দেওয়া হবে যেন তারা প্রয়োজনীয় খেলোয়াড় সই করাতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসরের জার্সি পরা রোনালদোর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘এই অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুননেইমার নেই আনচলেত্তির প্রথম ব্রাজিল দলে, কারা আছেন৯ ঘণ্টা আগেগত মাসে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রনটেলের কাছে হেরে বিদায় নেয় আল নাসর। সৌদি প্রো লিগে এবার ক্লাবটি তৃতীয় হলেও ৩০ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পাঁচবার ব্যালন ডি’অরজয়ী এ ফরোয়ার্ড গত বছর বলেছিলেন, তিনি আল নাসরেই ক্যারিয়ার শেষ করতে পারেন।
রোনালদো আল নাসর ছাড়লে তাঁর পরবর্তী গন্তব্য হবে কোথায়, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সমর্থকেরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প
এছাড়াও পড়ুন:
পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও বৈষম্যবিরোধীর দুই নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে কুড়িগ্রামের যাত্রাপুর পশুর হাটের ‘বৈধ’ ইজারাদার মাহাবুব রহমান ও তাঁর সহযোগী মো. আলমগীর গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রসিদ ছাড়া চাঁদা তোলার সময় যৌথ বাহিনীর হাতে তারা আটক হন। গতকাল বুধবার সকালে তাদের বিরুদ্ধে মামলা হলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। সেখানে বৈধতার কাগজপত্র দেখালে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
গ্রেপ্তার মাহাবুব রহমান কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। মো. আলমগীর কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে যাত্রাপুর গরুর হাটে রসিদ ছাড়া চাঁদা তোলার অভিযোগ ওঠে। পরে ফেনী জেলার মহিষ ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ হাটে টহলরত যৌথ বাহিনীর কাছে অভিযোগ করলে তাদের আটক করা হয়। আলমগীর পুরো ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন।
এজাহারে বলা হয়, ফেনীর ছাগলনাইয়ার মহিষ ব্যবসায়ী আনোয়ার মঙ্গলবার যাত্রাপুর হাট থেকে ১৭টি মহিষ কেনেন। পরে অভিযুক্তরা তাঁকে (আনোয়ার) গরু-মহিষ বিক্রির রসিদ শেডঘরে নিয়ে যান এবং প্রত্যেক মহিষের জন্য ৫০০ টাকা করে ৮ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। এ সময় আনোয়ার তাদের কাছে রসিদ চাইলে তারা তা দেখাতে পারেননি। আনোয়ার বিষয়টি যৌথ বাহিনীকে জানালে এ দু’জনকে আটক করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, ‘মাহাবুব রহমান ওই হাটের ইজারাদার। তিনি চাঁদাবাজ নন। আমার সঙ্গে মাহাবুব রহমানের কথা হয়েছে। তারা কাগজ প্রদর্শনের সময় পাননি। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে যৌথ বাহিনী। সকালে কাগজপত্র দেখালে তাদের জামিন হয়।’
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, মাহাবুব রহমান যাত্রাপুর হাটের বৈধ ইজারা মালিক। তবে ওই সময়ে তাঁর কাছে কাগজপত্র না থাকায় চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। সকালে থানায় চাঁদাবাজির মামলা করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আলমগীর বলেন, দুপুরে যথাযথ কাগজ আদালতে দাখিল করে জামিনে মুক্ত হয়েছি। এটি সম্পূর্ণ ষড়যন্ত্র ছিল।