ঢাকায় আসছে না আর্জেন্টিনা, ট্রফি উন্মোচন যমুনায়
Published: 15th, November 2025 GMT
সোমবার ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় নারী বিশ্বকাপ কাবাডি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে খেলা। বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে কাবাডির কোনো বিশ্বকাপ।
টুর্নামেন্টে বাংলাদেশসহ ১৪টি দল অংশ নেবে বলে কাবাডি ফেডারেশন জানিয়েছিল আগেই। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দলগুলো হলো বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার (তানজানিয়া)।
নিজস্ব সমস্যায় আসছে না আর্জেন্টিনা। আসছে না হল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়াও। হল্যান্ডের জায়গায় পোল্যান্ড ঢুকেছে, যারা স্টান্ডবাই ছিল। পাকিস্তান স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও তারা বিশ্বকাপ খেলার জন্য তৈরি নয় বলে জানিয়েছে।
টুর্নামেন্টের ফরম্যাট ঠিক হবে আগামীকাল ম্যানেজার্স মিটিংয়ে। তবে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে খেলার সম্ভাবনাই বেশি। ১১টি দলের অধিনায়ককে নিয়ে আগামীকাল ট্রফি উন্মোচন অনুষ্ঠান হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায়।
টুর্নামেন্টের বাজেট ১০ কোটি ৪৪ লাখ টাকা ছিল। তবে সরকার ১০ কোটি ২৬ লাখ অনুমোদন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিচ্ছে ৫ কোটি টাকা। সব দলের টিকিট দিচ্ছে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন। বাকি অর্থ পৃষ্ঠপোষকের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে।
আজ ঢাকায় বিশ্বকাপ উপলক্ষে কাবাডি ফেডারেশনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ নারী কাবাডি দল ঘোষণা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ। দল ঘোষণা অনুষ্ঠানে কোচ-অধিনায়ক কাউকে আনা হয়নি। অধিনায়ক করা হয়েছে রুপালী আক্তার সিনিয়রকে, বিশ্বকাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাবাডি থেকে বিদায় নিতে চলেছেন তিনি।
গতকাল ঢাকায় এসেছে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ও জাঞ্জিবার। আজ এসেছে উগান্ডা, জার্মানি, ইরান নারী কাবাডি দল। সব দলকেই রাখা হয়েছে একই হোটেলে।
বাংলাদেশ এখন নারী, পুরুষ আর জুনিয়র সব বিভাগেই র্যাঙ্কিংয়ে পঞ্চম । বাংলাদশের লক্ষ্য কী? ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘নারীদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে পঞ্চম স্থানে আছে। এই বিশ্বকাপ দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করা সম্ভব মনে করি আমরা, আমাদের সামনে সেই সুযোগ রয়েছে। দলের কাছে আমাদের মূল প্রত্যাশাও এটি।’
তিনি বলেন, ‘এই প্রথম বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। আয়োজক হিসেবে আমাদের প্রত্যাশা সফলভাবে আয়োজন সম্পন্ন করা। এখানে বিভিন্ন দেশের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা, রেফারিসহ আরও অনেকে আসবেন। আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারলে কাবাডি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে।’
খেলা পরিচালনার জন্য প্রতিটি দেশ থেকে রেফারি আনা হয়েছে। ভারত থেকে এসেছেন পাঁচজন রেফারি। বাংলাদেশের ১০ থেকে ১২ জনের একটি টেকনিক্যাল কমিটি আছে, যাতে রেফারিংয়ের মান আরও উন্নত হয় এবং এ নিয়ে প্রশ্ন না ওঠে, জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী কাবাডি দলশ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার (সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবী চাকমা, রুপালী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত সাদিকা ও তাহরিমা।
স্ট্যান্ডবাই: আফরোজা, লুম্বিনী চাকমা। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
২ লাখ টাকার প্রশিক্ষণ বিনা মূল্যে, নন-আইটি স্নাতক শিক্ষার্থীরা করুন আবেদন
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি আইটি স্কলারশিপ দিয়ে থাকে। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-বিআইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে।
এ প্রোগ্রামের ৭০তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু হয়েছে। আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে। এ প্রোগ্রামে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সম্পূর্ণ বিনা মূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণের সুযোগ পান। চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আইএসডিবি-বিআইএসইডব্লিউ সব কোর্স পরিচালনা করে। এ প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন।
এ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ দেওয়া হয়। প্রোগ্রামটি ১৯ বছর ধরে চলছে। এ প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে, যাঁরা দেশে–বিদেশের ৩ হাজার ২৫৪টির বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
আরও পড়ুনচীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের বৃত্তি: ফুল ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর২৮ সেপ্টেম্বর ২০২৫গুরুত্বপূর্ণ তথ্য—আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এ প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে আসন আছে ১৬৫টি। চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে। পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদান করা প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে গণিত ও ইংরেজি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়।
এ প্রোগ্রামে নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সম্পূর্ণ বিনা মূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণের সুযোগ পাবেন। কোর্স সম্পন্নকারী ৯২ শতাংশ শিক্ষার্থী দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫সুযোগ-সুবিধা—সম্পূর্ণ বিনা ফিতে কোর্সটি করানো হয়;
প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স;
সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থা;
আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ।
আরও পড়ুনএডিবি বৃত্তি: টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ০২ অক্টোবর ২০২৫আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য—প্রতি রাউন্ডে আসনসংখ্যা ১৬৫;
চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর হতে হবে;
পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদান করা প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না;
ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স শুধু ঢাকায় করানো হয়।
তথ্যপ্রযুক্তির ওপর বিনা ফি’তে প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)