পঞ্চগড়ে সরকারি চাল বিতরণের সময় টাকা আদায়, ১১ ইউপি সদস্য পুলিশ হেফাজতে
Published: 27th, May 2025 GMT
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি ইউনিয়ন পরিষদে মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতাধীন ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে প্যানেল চেয়ারম্যানসহ ১১ ইউপি সদস্যকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে ওই ইউপি সদস্যদের বোদা থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগে বিকেলে উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে অভিযুক্ত ইউপি সদস্যদের ঘিরে রাখেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইউপি সদস্যরা আমাদের হেফাজতে আছেন। তাঁদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
আটক ব্যক্তিরা হলেন ঝলই শালশিরি ইউপির প্যানেল চেয়ারম্যান ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য হামিজ উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রিয় নাথ রায়, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র রায়, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দাহির উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খাদিমুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম, ১-২-৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শেফালী রাণী, ৪-৫-৬ নম্বর ওয়ার্ডের সদস্য বিলকিস বেগম এবং ৭-৮-৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুপালী বেগম।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সকাল থেকে ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতাধীন ভিডব্লিউবি কার্ডের ২৫৮ জন উপকারভোগীর কাছে চাল বিতরণ শুরু হয়েছিল। প্রতি মাসে ৩০ কেজি হিসাবে গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসের মোট ১৫০ কেজি করে চাল একেকজন উকারভোগী পাচ্ছিলেন। এর বিপরীতে ইউপি সদস্যরা প্রত্যেক উপকারভোগীর কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেন। বিষয়টি জানাজানি হলে উপকারভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। চাল বিতরণের প্রায় শেষ দিকে স্থানীয় লোকজন বিষয়টি সেনাবাহিনী ও প্রশাসনকে অবহিত করে। এরই মধ্যে উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিবাদ জানিয়ে অবস্থান নেন।
খবর পেয়ে সেনাবাহিনীর বোদা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এমনকি উপকারভোগীদের কাছ থেকে নেওয়া ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা পাওয়া যায়।
পরে পুলিশ ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। দীর্ঘক্ষণ আলোচনার পর বেলা সাড়ে তিনটা থেকে অবরুদ্ধ ইউপি সদস্যদের রাত পৌনে ১১টার দিকে থানায় নিয়ে যায় পুলিশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ল ব তরণ
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত