Risingbd:
2025-11-04@05:31:25 GMT

৩১ বার এভারেস্টের চূড়ায়

Published: 27th, May 2025 GMT

৩১ বার এভারেস্টের চূড়ায়

‘এভারেস্ট ম্যান’ নামেও পরিচিত নেপালি শেরপা কামি রিতা নিজের রেকর্ড ভেঙে আবার নতুন রেকর্ড গড়লেন। তিনি এবার নিয়ে ৩১ বার মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ৩১তম অভিযানে তিনি আজ মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টের শীর্ষে পৌঁছান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভারতীয় সেনা কর্মকর্তাদের একটি দলকে নিয়ে নেপালের ৫৫ বছর বয়সী এই শেরপা আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪ টায় ৮,৮৯৪ মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেন।

অভিযানের আয়োজক সেভেন সামিট ট্রেকস এক বিবৃতিতে জানিয়েছে, “কামি রিতা শেরপাকে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তিনি কেবল একজন জাতীয় পর্বতারোহী নায়ক নন বরং এভারেস্টেরই একজন বিশ্বব্যাপী প্রতীক।”

কামি রিতা ১৯৯৪ সালে একটি বাণিজ্যিক অভিযানের নেতৃত্ব দিয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলেন এবং তারপর থেকে প্রায় প্রতি বছরই তিনি বিশ্বের সর্বোচ্চ এই পর্বত জয় করে চলেছেন। 

এমনকি একই বছরের মধ্যে দুইবার এভারেস্ট জয়ের রেকর্ডও রয়েছে তার। যেমন ২০২৩ এবং ২০২৪ সালে দুবার করে এভারেস্টে আরোহণ করেছিলেন তিনি।

এভারেস্ট রেকর্ডের জন্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন তার সহকর্মী নেপালি শেরপা পাসাং দাওয়া, যিনি ২৯ বার এভারেস্ট জয় করেছেন। গত সপ্তাহে পাসাং দাওয়া তার ২৯তম এভারেস্ট অভিযান সম্পন্ন করেন।

কামি রিতা শেরপা গত বছর তার ৩০তম এভারেস্ট অভিযান শেষে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন,  “রেকর্ডের জন্য আমি খুশি, আমি আরো খুশি যে আমার আরোহণ নেপালকে বিশ্বে স্বীকৃতি দিতে সাহায্য করেছে।”

ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল ১৯তমবারের মতো এভারেস্ট জয়ের এক সপ্তাহ পরে কামি রিতার এই কৃতিত্বের খবর এলো। কেন্টন কুল গত ১৮ মে ১৯তম বারের মতো এভারেস্ট জয় করেন। শেরপা নন এমন আরোহীদের মধ্যে এটি নতুন রেকর্ড। ৫১ বছর বয়সী ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল ১৮ মে সকাল ১১টায় নেপালি শেরপা দর্জি গ্যালজেনের সঙ্গে এভারেস্টের শীর্ষে পৌঁছান।

এবারের মৌসুমে এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি মানুষ এবং তাদের গাইড (শেরপা) সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, এ মৌসুমে এভারেস্ট ও অন্যান্য পর্বতে ১,০০০ জনেরও বেশি আরোহণের অনুমতিপত্র জারি করেছে নেপাল।

সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্ট আরোহণের প্রচেষ্টার সংখ্যা বেড়েছে। তবে এর ফলে অতিরিক্ত ভিড় ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত বছর, নেপাল কর্তৃপক্ষ একটি নিয়ম চালু করেছিল যাতে পর্বতারোহীদের তাদের নিজস্ব মল পরিষ্কার করতে হবে এবং তা বেস ক্যাম্পে ফিরিয়ে আনতে হবে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র কর ড

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায়  সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফ (২০) নামের আরও একজন। 

শনিবার (১ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের  জুয়েল মিয়া (৪০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। 

তিনি পেশায় একজন দর্জি ছিলেন। নিহত জুয়েল বর্তমানে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় ময়দা ও আটা বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহরের  খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

 সংবাদ পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি ট্রাক থানায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত)আনোয়ার হোসেন জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি ট্রাক থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সম্পর্কিত নিবন্ধ

  • এক যে আছে মন
  • নিউ ইয়র্কে মেয়র নির্বাচন আজ, কুওমোকে সমর্থন ট্রাম্পের
  • ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার
  • ত্রাস সৃষ্টি, টার্গেট কিলিং: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অন্ধকারাচ্ছন্ন ভাবমূর্তি
  • ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু