ঢালিউডে জমে উঠেছে এক নতুন স্মৃতিযুদ্ধ। না, কোনো সিনেমার দৃশ্য নয়— এটা বাস্তব জীবনের ফটো ক্যাপশনের যুদ্ধ। শাকিব খানের সঙ্গে ছোট ছেলে বীরের একগুচ্ছ ছবি প্রথমে পোস্ট করেন তার মা বুবলী। এর কিছুক্ষণ পরই সেই একই ছবি যেন বিকল্প ক্যাপশনে হাজির হয় অপু বিশ্বাসের টাইমলাইনে!

সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য নতুন কিছু নয়। অপু-বুবলীর টানাপড়েনের ইতিহাস বরাবরই খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার এই ছবির লড়াই যেন দর্শকদের চোখে বিনোদনের নতুন মঞ্চ!

বুবলী তার পোস্টে বাবা-ছেলের ভালোবাসার মুহূর্তগুলো ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। ক্যাপশনে লিখেন, “যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনো শেষ হয় না।” ছবিতে শাকিব আর বীরের খুনসুটি, কোলে নিয়ে ঘোরাঘুরি। সব মিলিয়ে এক আদুরে দৃশ্য।

আরো পড়ুন:

হঠাৎ কলকাতায় শাকিব, সঙ্গী জয়া

ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান: বুবলী

এ ঘটনার কিছুক্ষণ পরই অপু বিশ্বাস একই ছবি শেয়ার করে লেখেন, “বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে, আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”

অপু-বুবলীর কর্মকাণ্ড নিয়ে নেটিজেনরা নানা ধরনের চর্চা করছেন। তবে এ নিয়ে নীরব শাকিব খান।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অপ ব শ ব স ক য পশন

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ