ঢালিউডে জমে উঠেছে এক নতুন স্মৃতিযুদ্ধ। না, কোনো সিনেমার দৃশ্য নয়— এটা বাস্তব জীবনের ফটো ক্যাপশনের যুদ্ধ। শাকিব খানের সঙ্গে ছোট ছেলে বীরের একগুচ্ছ ছবি প্রথমে পোস্ট করেন তার মা বুবলী। এর কিছুক্ষণ পরই সেই একই ছবি যেন বিকল্প ক্যাপশনে হাজির হয় অপু বিশ্বাসের টাইমলাইনে!

সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য নতুন কিছু নয়। অপু-বুবলীর টানাপড়েনের ইতিহাস বরাবরই খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার এই ছবির লড়াই যেন দর্শকদের চোখে বিনোদনের নতুন মঞ্চ!

বুবলী তার পোস্টে বাবা-ছেলের ভালোবাসার মুহূর্তগুলো ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। ক্যাপশনে লিখেন, “যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনো শেষ হয় না।” ছবিতে শাকিব আর বীরের খুনসুটি, কোলে নিয়ে ঘোরাঘুরি। সব মিলিয়ে এক আদুরে দৃশ্য।

আরো পড়ুন:

হঠাৎ কলকাতায় শাকিব, সঙ্গী জয়া

ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান: বুবলী

এ ঘটনার কিছুক্ষণ পরই অপু বিশ্বাস একই ছবি শেয়ার করে লেখেন, “বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে, আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”

অপু-বুবলীর কর্মকাণ্ড নিয়ে নেটিজেনরা নানা ধরনের চর্চা করছেন। তবে এ নিয়ে নীরব শাকিব খান।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অপ ব শ ব স ক য পশন

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ