ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৩৬ শিশু
Published: 28th, May 2025 GMT
ভারতে পাচারের শিকার ৩৬ বাংলাদেশি শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরে এসেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে। দেশের বিভিন্ন সীমান্তপথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির পুলিশের হাতে আটক হয়েছিল তারা। তাদের বয়স ১০-১৮ বছরের মধ্যে।
বেনাপোল বন্দর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সীমান্ত থেকে শিশুদের গ্রহণ করেছে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও মানব উদ্ধার শিশু সুরক্ষার প্রতিনিধিরা।
পুলিশ সূত্রে জানা গেছে, পাচারের শিকার ৩৬ বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার সংগঠনগুলো।
ফেরত আসা শিশুরা পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিমবঙ্গের একটি নিরাপদ আশ্রয়ে ছিল। আইনি জটিলতায় দুই থেকে আট বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল। পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে তারা দেশে ফেরার সুযোগ পায়।
পাচারের শিকার শিশুদের পরিবারের এক স্বজন জানান, তাঁর মেয়ে নবম শ্রেণিতে পড়ত। চাকরির আশ্বাস দিয়ে ভারতে নিয়ে বিক্রি করে দেয় দালাল চক্র। মেয়েকে নেওয়ার জন্য তিনি বেনাপোল সীমান্তে এসেছেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের উপব্যবস্থাপক মুহিত হোসেন বলেন, ‘ভারত থেকে ৩৬ শিশু দেশে ফিরেছে। এদের মধ্যে ১৩ জনকে আমরা গ্রহণ করেছি। অন্যদের বিভিন্ন সংগঠন গ্রহণ করেছে। তাদের মধ্যে কয়েকজনকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। সবাইকে স্বজনদের কাছে হস্তন্তর করা হবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে তাঁদের বাংলাদেশের ভেতরে পাঠানো হয়।
কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার খালিশা সীমান্ত। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের বিভিন্ন এলাকা থেকে ওই ২৩ জনকে আটক করে গতকাল সোমবার স্বরূপনগর এলাকায় রাখা হয়। পরে আজ ভোরে তাঁদের কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর তাঁদের কুশখালী বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
এ সম্পর্কে কুশখালী বিজিবি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা বলছি। বিস্তারিত জানতে হলে ৩৩ বিজিবির সাতক্ষীরার প্রধান কার্যালয়ে কথা বলতে হবে।’
এ বিষয়ে জানতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ৩৩ বিজিবির প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘যাঁদের ভারত থেকে ঠেলে দেওয়া হয়েছে, তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
এর আগে ৯ মে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা-সংলগ্ন পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৩ জনকে রেখে যায় বিএসএফ। তাঁদের উদ্ধারের পর যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুনসুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৩ জনকে স্বজনদের কাছে হস্তান্তর১৩ মে ২০২৫আরও পড়ুনগুজরাট থেকে উড়োজাহাজ-লঞ্চে করে চোখ বেঁধে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা১২ মে ২০২৫