প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য স্যানিটারি পণ্য উদ্ভাবন, ৫ প্রতিযোগী পুরস্কৃত
Published: 28th, May 2025 GMT
প্রতিবন্ধী নারীদের জন্য নিরাপদ ও সহজলভ্য স্যানিটারি পণ্য উদ্ভাবনের জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে। মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘আসুন, সবাই একসাথে গড়ি মাসিক–বান্ধব পৃথিবী’ প্রতিপাদ্যে এ প্রতিযোগিতার আয়োজন করে ওয়াটারএইড বাংলাদেশ, কিম্বারলি ক্লার্ক ও এমএইচএম প্ল্যাটফর্ম।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নয়জন। তাঁদের সবাইকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব। তিনি বলেন, প্রতিবন্ধী নারীর বিষয়টা আসলে অনেকেই বুঝতে পারেন না। মাসিকের সময় প্রতিবন্ধিতার ধরনের ভিত্তিতে তাঁদের চ্যালেঞ্জগুলো ভিন্ন হয়ে থাকে। তাঁদের জন্য মাসিকের এসব পণ্যের ঘাটতি রয়েছে। সেই জায়গা থেকেই বি-স্ক্যান এই প্রতিযোগিতার আয়োজনের চিন্তা করে।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ বলেন, প্রতিবন্ধী নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক সমাধানই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। ওয়াটারএইডের সহায়তায় ২০১৬ সালে বি-স্ক্যান প্রথমবারের মতো প্রতিবন্ধী নারীদের জন্য এমএইচএম ডে উদ্যাপন শুরু করে। ১০ বছর পর তাদের সহায়তাতেই এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। এটি একটি বড় অগ্রগতি।
এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন আইসিডিডিআরবির এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশের লিড ডা.
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক (প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি) পার্থ হেফাজ সেখ। তিনি প্রতিযোগিতার উদ্ভাবিত পণ্যের পেটেন্ট নেওয়ার অনুরোধ করেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এনসিআরএইচ) ডা. সোহেল হাবীব, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালক (যুগ্ম সচিব) নাঈমা হোসেন বক্তব্য দেন।
প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন বি-স্ক্যানের সহযোগী সমন্বয়কারী মাহফুজুর রহমান। আর বাংলা ইশারা ভাষায় দোভাষীর দায়িত্ব পালন করেন আরিফুল ইসলাম।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র দ র জন য অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।