চীনা শিক্ষার্থীদের ভিসা ‘আগ্রাসীভাবে’ বাতিল করবে ট্রাম্প প্রশাসন
Published: 29th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা ‘আগ্রাসীভাবে’ বাতিল করা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপে ‘চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে বা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের’ অন্তর্ভুক্ত করা হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “চীন এবং হংকং থেকে ভবিষ্যতের ভিসা আবেদনকারীদের পরীক্ষা-নিরীক্ষা বৃদ্ধির জন্য মানদণ্ডও সংশোধন করা হবে।”
আরো পড়ুন:
বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপে স্থগিতাদেশ মার্কিন আদালতের
ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় চীন পাল্টা শুল্ক চাপালে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পাশাপাশি বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
এর আগে গতকাল বুধবার ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের মার্কিন দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত রাখার নির্দেশ দেয়। এর কারণ হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই-বাছাই কার্যক্রম আরো জোরদারের পরিকল্পনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ চীন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশই ছিল চীনা শিক্ষার্থী। বিবিসির অনুমান অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৮০ হাজার চীনা শিক্ষার্থী অধ্যয়নরত ছিল।
চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের মার্কিন পদক্ষেপের বিষয়ে বেইজিং এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে বুধবার ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্ট বন্ধের পদক্ষেপের প্রতিক্রিয়া জানায় চীন। চীনের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেছেন, “আমরা মার্কিন পক্ষকে চীনের শিক্ষার্থীদের সহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।”
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এরই মধ্যে বিদেশি অনেক শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছে এবং হাজার হাজার ভিসা বাতিল করেছে। তবে এ ধরনের অনেকগুলো পদক্ষেপ আদালতের রায়ে স্থগিত হয়েছে।
ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বেশ কিছু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শত শত মিলিয়ন ডলারের তহবিলও আটকে দিয়েছে। বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন প্রেসিডেন্টের মূল টার্গেটে পরিণত হয়েছে। ট্রাম্পের অভিযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অত্যধিক উদার এবং ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছে।
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো বলছে, ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ শিক্ষার্থীদের বাকস্বাধীনতা ও শিক্ষা গ্রহণের অধিকারের ওপর আঘাত হানছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ব শ বব দ য পদক ষ প
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ