অনেক দিন ধরেই পর্দায় দেখা নেই আজমেরী হক বাঁধনের। সানি সানোয়ারের ‘এষা মার্ডার: কর্মফল’ সিনেমাটি দিয়ে ফেরার কথা থাকলেও নানা কারণে বিলম্বিত হয়েছে ছবির মুক্তি। অবশেষে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। গতকাল রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় টিজার ‘এষা মার্ডার: সাইকেল অব কর্মা’।

টাইগার মিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ১ মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি। যেখানে জমজমাট হত্যা রহস্যের আভাস পাওয়া গেছে। সারা দুনিয়ায় মার্ডার মিস্ট্রি নিয়ে প্রচুর সিনেমা হলেও ঢাকাই সিনেমায় এ ধরনের কাজ বেশি চোখে পড়ে না। এর মধ্যে গত ঈদুল ফিতরে মুক্তি পায় শরাফ আহমেদ জীবনের ‘চক্কর: ৩০২’ সিনেমাটি। মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটি দর্শকের প্রশংসাও কুড়ায়। এবার আসছে ‘এষা মার্ডার’।

‘এষা মার্ডার’ সিনেমার পোস্টার থেকে। ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ