কিছু না বলেও অনেক কিছু বললেন বাঁধন
Published: 29th, May 2025 GMT
অনেক দিন ধরেই পর্দায় দেখা নেই আজমেরী হক বাঁধনের। সানি সানোয়ারের ‘এষা মার্ডার: কর্মফল’ সিনেমাটি দিয়ে ফেরার কথা থাকলেও নানা কারণে বিলম্বিত হয়েছে ছবির মুক্তি। অবশেষে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। গতকাল রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় টিজার ‘এষা মার্ডার: সাইকেল অব কর্মা’।
টাইগার মিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ১ মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি। যেখানে জমজমাট হত্যা রহস্যের আভাস পাওয়া গেছে। সারা দুনিয়ায় মার্ডার মিস্ট্রি নিয়ে প্রচুর সিনেমা হলেও ঢাকাই সিনেমায় এ ধরনের কাজ বেশি চোখে পড়ে না। এর মধ্যে গত ঈদুল ফিতরে মুক্তি পায় শরাফ আহমেদ জীবনের ‘চক্কর: ৩০২’ সিনেমাটি। মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটি দর্শকের প্রশংসাও কুড়ায়। এবার আসছে ‘এষা মার্ডার’।
‘এষা মার্ডার’ সিনেমার পোস্টার থেকে। ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩১ মে ২০২৫)
চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল আজ, মিউনিখে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান।চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
পিএসজি–ইন্টার মিলান
রাত ১টা, সনি টেন ১ ও ৩
ফ্রেঞ্চ ওপেন৩য় রাউন্ড
বেলা ৩টা, সনি টেন ২