দুই বছর আগে ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান প্রকাশ করেন আলি হাসান। সেই গানে যে কথা ছিলো, তা ছিল সেই সময়ের বাজার পরিস্থিতির বাস্তবচিত্র। ফলে গানটি জনমনে ব্যাপক সাড়ে ফেলে। এবার ডিজিটাল মার্কেটিং পরিস্থিতি নিয়ে ‘ব্যবসায় বাজিমাত’ শিরোনামে র‍্যাপ গান নিয়ে এলো মার্কেটর।

ব্যবসায়িক অচলাবস্থা, পুরোনো হয়ে যাওয়া মার্কেটিং কৌশল-যখন এমন পরিস্থিতিতে সবকিছু থমকে দাঁড়ায়, তখন কী করবেন? এই কঠিন পরিস্থিতির সমাধান দিতে গান-গল্পে মার্কেট নির্মাণ করেছে ‘ব্যবসায় বাজিমাত’।

‘ব্যবসায় বাজিমাত’-এর পরিচালনা করেছেন মাহমুদুল হাসান, যিনি র‍্যাপস্টা দাদু নামে পরিচিত। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির ভিজ্যুয়াল বিশ্বকে জীবন্ত করে তুলেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর মাহমুদুর রহমান শেখর, এর পেছনের গল্প বুনেছেন মার্কেটরের ইন-হাউস স্ক্রিপ্টরাইটার আনিক সেন। যৌথভাবে গানটির কথা লিখেছেন মাহমুদুল হাসান ও আনিক সেন।

মার্কেটরের প্রতিষ্ঠাতা ও সিইও কামরুল হাসান নাইম। একজন স্ট্র্যাটেজিক গ্রোথ হ্যাকার হিসেবে পরিচিত এবং সৃজনশীলতার মধ্য দিয়ে ব্র্যান্ডকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি একজন দক্ষ কারিগর।

কামরুল হাসান নাইম জানান, ‘ব্যবসায় বাজিমাত’ শুধু একটি মিউজিক ভিডিও নয়, এটি একটি ডিজিটাল উদ্যোক্তাদের জন্য একটি বার্তা। আপনি যদি একজন স্ট্রাগলিং বিজনেসম্যান হন, ডিজিটাল দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন, অথবা কেবল এটুকু ভরসা খুঁজছেন যে প্রতিকূলতা পেরিয়ে সামনে এগোনো সম্ভব-তাহলে এই গানটি আপনার জন্য।

মার্কেটর একটি ফাস্ট মুভিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যা এসইও, মেটা অ্যাডস, পারফরম্যান্স মার্কেটিং, ব্র্যান্ডিং, মোশন গ্রাফিক্স থেকে শুরু করে ক্রমবর্ধমান ব্যবসার জন্য পূর্ণাঙ্গ ক্যাম্পেইন পরিচালনা করে। এরই মধ্যে ২৫০টিরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের আস্থা অর্জন করে মার্কেটর বাংলাদেশে ব্যতিক্রমী এবং উদ্ভাবনী মার্কেটিংয়ের জন্য দ্রুত একটি পরিচিত নাম হয়ে উঠছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য় ব জ ম ত পর স থ ত র জন য

এছাড়াও পড়ুন:

আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।

জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’

এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স