নিজেদের দায় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় বাংলাদেশ: জয়সোয়াল
Published: 29th, May 2025 GMT
‘বাংলাদেশ সরকারকে আমি বলব- তাদের দেশের গভর্ন্যান্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই। এ ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যেসব মন্তব্য আসছে, তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।’
সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের জন্য ‘ভারতীয় আধিপত্যবাদ’কে দায়ী করে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড.
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রণধীর জয়সোয়াল বলেন, ‘আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরই দেখতে হবে। তার বদলে যদি বলেন বাইরের অমুক কারণে এই সংকট তৈরি হয়েছে, তাতে কিন্তু কোনো লাভ নেই। এতে সমস্যার কোনো সমাধান হবে না।’
ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রশ্নে ভারত সরকার যা যা বলেছে– তার কোনোটাই অন্তর্বর্তী সরকারের জন্য প্রশংসাসূচক নয়।
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে দিল্লির অবস্থান ‘আগের মতোই আছে বলে জানান জয়সোয়াল।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে