বিকেলে বোর্ড সভা, বিসিবির সভাপতি হচ্ছেন বুলবুল
Published: 30th, May 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা শুক্রবার বিকেলে এক সভায় বসছেন। ওই সভায় বিসিবির সংখ্যাগরিষ্ট পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সূত্রে সভার বিষয়টি জানা গেছে। এছাড়া সূত্র নিশ্চিত করেছে, বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় তাকে কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়।
গতকাল রাতে ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে চিঠি দেওয়া হয়। তার আগেই কাউন্সিলর হওয়ায় চিঠি পান বুলবুল।
বিসিবি সভাপতি হতে হলে শুধু কাউন্সিলর নয় পরিচালক হতে হবে। বিকেলের বোর্ড সভার আগে বুলবুলকে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে প্রজ্ঞাপন দেওয়া হবে বলেও জানা গেছে। এরপর বিসিবির বাকি ৯ পরিচালকের সংখ্যাগরিষ্টজন বুলবুলকে ভোট দিলে বিসিবির নতুন সভাপতি হতে বাধা নেই।
জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতন ঘটলে বিদেশ থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগপত্র পাঠান। তার জায়গায় সরকারের চাওয়ায় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ। কিন্তু দায়িত্ব পালনের ৯ মাসে বিসিবির সংখ্যাগরিষ্ট পরিচালকরা ক্রীড়া উপদেষ্টা বরাবর অনাস্থা চিঠি দিলে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।
ফারুক আহমেদের জায়গায়একই নিয়ম অনুসরণ করে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি সভাপতি হতে যাচ্ছেন বুলবুল। তবে সাবেক এই ক্রিকেটার সমকালকে আগেই জানিয়েছেন, তিনি দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান না। বিসিবির নির্বাচন পর্যন্ত দায়িত্বে থেকে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিতে চান। তার বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই বলেও পরিষ্কার করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র ক আহম দ
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ