সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশ চেয়েছিল পাকিস্তানে গিয়ে ঘুরে দাঁড়াতে। কিন্তু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের উন্মাদনা শেষ দ্বিতীয় ম্যাচেই। কারণ, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।
প্রথম ম্যাচে ৩৭ রানে জিতেছিল তারা। এবার সংখ্যাটা ৫৭। দুই ম্যাচেই পাকিস্তান টস জিতে আগে ব্যাটিং নেয়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, দুই ম্যাচেই তাদের দলীয় পুঁজি ২০১।
প্রথম ম্যাচ হারের পর অধিনায়ক লিটন দাস চেয়েছিলেন দ্বিতীয় ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াতে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আরও বড় পরাজয়কে সঙ্গী করেছে বাংলাদেশ। একদিন বিরতির পর তৃতীয় ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, তৃতীয় ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করবে না তার দল।
পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের প্রত্যেকে বসে চিন্তা করতে হবে কিভাবে আমরা শক্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি মনে করি পুরোটাই মানসিকতার বিষয়।’’
পরপর দুই ম্যাচে পাকিস্তান বড় স্কোর করে। আজ একজন বোলারের ঘাটতি ছিল। শরিফুল তিন বল করে চোট নিয়ে মাঠ ছাড়েন। তার অনুপস্থিতির বিষয়টি সামনে এনেছেন লিটন, ‘‘যে সময়ে শরিফুল চোট পেল, সেখানেই ছন্দের পরিবর্তন হয়ে গেল। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের বোলারের কমতি আছে। তারপরও আমরা ফিরে এসেছিলাম ভালোভাবে।’’
শেষ ৫ ওভারে বাংলাদেশ মাত্র ৪০ রান দেয়। তুলে নেয় ৩ উইকেট। ২টি চারের সঙ্গে কেবল একটি ছক্কা এসেছিল। বাংলাদেশের মূল ঘাটতি ব্যাটিংয়ে। আজও ২৩ রানে ৫ উইকেট হারায় ইনিংসের মধ্যভাগে। তাতে পিছয়ে পড়ে বাংলাদেশ।
লিটন সেই কথাই বললেন, ‘‘ব্যাটসম্যানদের মধ্যে যে-ই ব্যাটিং করে তাকে ১৩-১৪তম ওভার পর্যন্ত ব্যাটিং করা উচিত। আমরা দ্রুত ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি।’’
লিটন নিজেও আউট হয়েছেন উইকেট উপহার দিয়ে। আউট হওয়ার আগের বলে ১ রান নেওয়ার জন্য সতীর্থকে কল করেন লিটন। কিন্তু ঝুঁকি থাকায় তাওহীদ সাড়া না দিয়ে লিটনকে ফিরিয়ে দেন। পরের বলেই মেজাজ হারিয়ে এলোমেলো শট খেলেন বাংলাদেশের অধিনায়ক। তাতে বাংলাদেশের ইনিংসের ছন্দপতন শুরু হয়ে যায়। নিজের আউট ও তাওহীদের সঙ্গে রান আউট হওয়া নিয়ে লিটন বলেছেন, ‘‘ক্রিকেটে আপনাকে বেসিক অনুসরণ করতে হবে। কখনো কখনো আপনি হয়তো বেসিক অনুসরণ করেন না।’’
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র উইক ট
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে