সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশ চেয়েছিল পাকিস্তানে গিয়ে ঘুরে দাঁড়াতে। কিন্তু তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজের উন্মাদনা শেষ দ্বিতীয় ম‌্যাচেই। কারণ, এক ম‌্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

প্রথম ম‌্যাচে ৩৭ রানে জিতেছিল তারা। এবার সংখ‌্যাটা ৫৭। দুই ম‌্যাচেই পাকিস্তান টস জিতে আগে ব‌্যাটিং নেয়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, দুই ম‌্যাচেই তাদের দলীয় পুঁজি ২০১।

প্রথম ম‌্যাচ হারের পর অধিনায়ক লিটন দাস চেয়েছিলেন দ্বিতীয় ম‌্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াতে। কিন্তু দ্বিতীয় ম‌্যাচে আরও বড় পরাজয়কে সঙ্গী করেছে বাংলাদেশ। একদিন বিরতির পর তৃতীয় ম‌্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, তৃতীয় ম‌্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করবে না তার দল।

পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের প্রত‌্যেকে বসে চিন্তা করতে হবে কিভাবে আমরা শক্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি মনে করি পুরোটাই মানসিকতার বিষয়।’’

পরপর দুই ম‌্যাচে পাকিস্তান বড় স্কোর করে। আজ একজন বোলারের ঘাটতি ছিল। শরিফুল তিন বল করে চোট নিয়ে মাঠ ছাড়েন। তার অনুপস্থিতির বিষয়টি সামনে এনেছেন লিটন, ‘‘যে সময়ে শরিফুল চোট পেল, সেখানেই ছন্দের পরিবর্তন হয়ে গেল। আমরা বুঝতে পেরেছিলাম আমাদের বোলারের কমতি আছে। তারপরও আমরা ফিরে এসেছিলাম ভালোভাবে।’’

শেষ ৫ ওভারে বাংলাদেশ মাত্র ৪০ রান দেয়। তুলে নেয় ৩ উইকেট। ২টি চারের সঙ্গে কেবল একটি ছক্কা এসেছিল। বাংলাদেশের মূল ঘাটতি ব‌্যাটিংয়ে। আজও ২৩ রানে ৫ উইকেট হারায় ইনিংসের মধ‌্যভাগে। তাতে পিছয়ে পড়ে বাংলাদেশ।

লিটন সেই কথাই বললেন, ‘‘ব‌্যাটসম‌্যানদের মধ‌্যে যে-ই ব‌্যাটিং করে তাকে ১৩-১৪তম ওভার পর্যন্ত ব‌্যাটিং করা উচিত। আমরা দ্রুত ব‌্যাক টু ব‌্যাক উইকেট হারিয়েছি।’’

লিটন নিজেও আউট হয়েছেন উইকেট উপহার দিয়ে। আউট হওয়ার আগের বলে ১ রান নেওয়ার জন‌্য সতীর্থকে কল করেন লিটন। কিন্তু ঝুঁকি থাকায় তাওহীদ সাড়া না দিয়ে লিটনকে ফিরিয়ে দেন। পরের বলেই মেজাজ হারিয়ে এলোমেলো শট খেলেন বাংলাদেশের অধিনায়ক। তাতে বাংলাদেশের ইনিংসের ছন্দপতন শুরু হয়ে যায়। নিজের আউট ও তাওহীদের সঙ্গে রান আউট হওয়া নিয়ে লিটন বলেছেন, ‘‘ক্রিকেটে আপনাকে বেসিক অনুসরণ করতে হবে। কখনো কখনো আপনি হয়তো বেসিক অনুসরণ করেন না।’’

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র উইক ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ