সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, বাবা-সৎমা গ্রেপ্তার
Published: 31st, May 2025 GMT
জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজের সাত দিন পর চার বছরের শিশু রদিয়া আক্তার রুহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্কে শিশুটির মরদেহ পাওয়া যায়। নিহত শিশু রুহি হিমাইল গ্রামের আব্দুর রহমানের মেয়ে। 
 শিশুটির মায়ের অভিযোগ, বিচ্ছেদের পর আদালতের রায়ে রুহির জন্য মাসে দুই হাজার ৩০০ টাকা করে দিত বাবা। সে টাকা যাতে না দিতে হয়, সে জন্য তাকে বাবা ও সৎমাসহ সবাই মিলে হত্যা করেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গতকাল শনিবার পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।
 ঘটনার পর প্রথমে শিশুর চাচা রেজাউল ইসলামের ছেলে রনি, সৎমা সোনিয়া আক্তার এবং আব্দুর রহমানের শ্বশুর পাঁচবিবির শালট্টি গ্রামের জিয়া কসাইকে রাতে আটক করে পুলিশ। শনিবার আব্দুর রহমানকেও আটক করা হয়। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন কালাই থানার ওসি জাহিদ হোসেন।
 পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রুহি কালাইয়ের হিমাইল গ্রামের আব্দুর রহমানের প্রথম পক্ষের মেয়ে। বিচ্ছেদের পর থেকে তাঁর প্রথম স্ত্রী একই গ্রামে বাবার বাড়িতে থাকেন। রুহি মায়ের সঙ্গে থাকলেও প্রতিদিন দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে যেত। বিচ্ছেদের পর তার মা আদালতে মামলা করেন।
 আদালত মোহরানা বাবদ তিন লাখ ১৪ হাজার টাকা ও সন্তানের খোরপোশ বাবদ মাসে দুই হাজার ৩০০ করে টাকা দেওয়ার রায় দেন। মোহরানার টাকা শোধ করলেও সন্তানের টাকা প্রতি মাসে দিতে হতো তার বাবাকে। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। গত ২৪ মে রুহি দাদির সঙ্গে দেখা করতে গিয়ে আর মায়ের কাছে ফেরেনি।
 রুহির কথা জানতে চাইলে চাচা ও সৎমা জানায়, তার দাদি বাড়িতে না থাকায় তাকে মায়ের কাছে পাঠানো হয়েছে। এদিন সন্ধ্যায়ও মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও নানা-নানি। কোথাও না পেয়ে পরদিন ২৫ মে কালাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মা। এর পর পুলিশ তদন্ত শুরু করেন।
 সন্দেহভাজন হিসেবে শুক্রবার রুহির বাবার দ্বিতীয় পক্ষের শ্বশুর জিয়া কসাইকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে স্বীকার করে, তাঁর জামাই (রুহির বাবা) আব্দুর রহমান, মেয়ে সোনিয়া আক্তার (রুহির সৎমা), রুহির চাচা রনি এবং তিনি মিলে শিশুকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলেছে। 
 রুহির নানা আলম সরকার বলেন, ‘ছেড়ে দেওয়ার পর মা-মেয়ে দু’জনই আমার বাড়িতে আছে। অনেক কষ্ট করে তাদের ভরণপোষণ করাচ্ছি। ওরা কেন আমার নাতনিকে মেরে ফেলেছে?’ রুহির মা আরজিনা খাতুনের ভাষ্য, ‘স্বামী তালাক দিয়েছে, সন্তানকেও মেরে ফেলেছে। আমি কি নিয়ে বেঁচে থাকব।’
 কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।’
  
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।