পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে। আর্থিক পরিস্থিতি বিবেচনায় লভ্যাংশ দিতে বাংলাদেশ ব্যাংক নিষেধ করায় সেই নির্দেশনা প্রতিপালন করে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এই ঘোষণা দিয়েছে। 

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ১০টি ব্যাংক হলো: ইউসিবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ।

আরো পড়ুন:

ঢাকা ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ১০.

৫৩ শতাংশ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ৫ ব্যাংক

রবিবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে এক্সিম ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি- এই পাঁচ ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দেয়। 

কেন্দ্রীয় ব্যাংক মোট ১৮টি ব্যাংককে লভ্যাংশ দিতে নিষেধ করেছে। দুই দফায় ১৫টি ব্যাংক সেটি মেনে চলার সিদ্ধান্ত জানালেও এখনো তিনটি ব্যাংকের পরিচালনা পরিষদ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

সর্বশেষ ঘোষণা দেওয়া ১০টি ব্যাংকের সিদ্ধান্তগুলো হলো এমন-

ইউসিবি ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৫ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৪২ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩১ জুলাই। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২৯ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮৬ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৭৫ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২০ জুলাই। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২৯ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২৪ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৫৯ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৭ সেপ্টেম্ব। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২০ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আইএফআইসি ব্যাংক: সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৬৩) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৫৬ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.১৬ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১১ সেপ্টেম্ব। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ১৭ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এনআরবি ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৩৫ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬৬ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ সেপ্টেম্ব। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২১ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৮৯) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮৬ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.১৫ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৮ আগস্ট। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ৩০ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এবি ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২১.২৮) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭.১৯ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৫ আগস্ট। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২৬ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

রূপালী ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২৮ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৯৭ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) হবে আগামী ২৭ আগস্ট। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২৫ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৩৫) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৭২ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৪০ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২০ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

প্রিমিয়ার ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৩৭ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৭৩ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৪ আগস্ট। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এ দিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এ লক ষ য ক প এলস ইসল ম আগস ট

এছাড়াও পড়ুন:

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি 

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

কারণ ছাড়াই বাড়ছে দেশবন্ধু পলিমারের শেয়ার দর

যন্ত্রপাতি কিনবে মনোস্পুল ও মাগুরা মাল্টিপ্লেক্স

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলী তার হাতে থাকা ওই ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ারের মধ্যে থেকে ৩০ লাখ শেয়ার ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারমূল্যে বিক্রি করেছেন।

গত ৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দেন সৈয়দ মুনসিফ আলী।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। রিজার্ভে আছে ৫৪২ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪। এর মধ্যে ৬০.৪৭ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২.৬৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬.৮৭ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি