লভ্যাংশ দেবে না ১০ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা
Published: 1st, June 2025 GMT
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে। আর্থিক পরিস্থিতি বিবেচনায় লভ্যাংশ দিতে বাংলাদেশ ব্যাংক নিষেধ করায় সেই নির্দেশনা প্রতিপালন করে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এই ঘোষণা দিয়েছে।
লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ১০টি ব্যাংক হলো: ইউসিবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ।
আরো পড়ুন:
ঢাকা ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ১০.
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ৫ ব্যাংক
রবিবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে এক্সিম ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি- এই পাঁচ ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দেয়।
কেন্দ্রীয় ব্যাংক মোট ১৮টি ব্যাংককে লভ্যাংশ দিতে নিষেধ করেছে। দুই দফায় ১৫টি ব্যাংক সেটি মেনে চলার সিদ্ধান্ত জানালেও এখনো তিনটি ব্যাংকের পরিচালনা পরিষদ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
সর্বশেষ ঘোষণা দেওয়া ১০টি ব্যাংকের সিদ্ধান্তগুলো হলো এমন-
ইউসিবি ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৫ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৪২ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩১ জুলাই। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২৯ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮৬ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৭৫ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২০ জুলাই। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২৯ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২৪ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৫৯ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৭ সেপ্টেম্ব। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২০ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
আইএফআইসি ব্যাংক: সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৬৩) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৫৬ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.১৬ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১১ সেপ্টেম্ব। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ১৭ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এনআরবি ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৩৫ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬৬ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ সেপ্টেম্ব। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২১ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৮৯) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৮৬ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.১৫ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৮ আগস্ট। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ৩০ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এবি ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২১.২৮) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭.১৯ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৫ আগস্ট। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২৬ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
রূপালী ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২৮ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৯৭ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) হবে আগামী ২৭ আগস্ট। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২৫ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৩৫) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৭২ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৪০ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ২০ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংক: সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৩৭ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৭৩ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৪ আগস্ট। এ লক্ষ্যে শেয়ার হোল্ডার নির্বাচনে আগামী ৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এ দিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এ লক ষ য ক প এলস ইসল ম আগস ট
এছাড়াও পড়ুন:
লভ্যাংশ দেবে না ড্যাফোডিল কম্পিউটার্স ও ইনটেক
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে।
কোম্পানি দুইটি হলো- ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ও ইনটেক লিমিটেড।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
রবিবার (২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ড্যাফোডিল কম্পিউটার: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৬ টাকা। এ কোম্পানিটির গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯০ টাকায়। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ইনটেক: কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩৮) টাকা। এ কোম্পানিটির গত ৩০ জুন ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (০.৪৫)। কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা