বন্দরে নববধু (ভাতিজার স্ত্রী) কে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা করেছে ভাতিজা। গত শনিবার (৩১ মে)  রাতে ভাতিজা  রাইসুল ইসলাম  বাদী হয়ে  চাচা সালেহ উদ্দিনকে আসামি করে বন্দর থানায় এ মামলাটি দায়ের করে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের কুঁড়িপাড়াস্থ  ভাড়াটিয়া বাড়িতে এ ধর্ষনের ঘটনা  ঘটে।

মামলা তথ্য সূত্রে জানাগেছে, অটো চালক  রাইসুল ইসলাম নববধূকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছে । দিনে জীবিকার তাগিদে বাহিরে থাকে রাইসুল। ভাতিজা বাহিরে থাকার  সুযোগে  চাচা সালেহ উদ্দিন খালি বাসা  পেয়ে তার  স্ত্রীকে বিভিন্ন সময়ে  কু-প্রস্তাব দিতেন।

এর ধারাবাহিকতায়  গত বৃহস্পতিবার   বিকালে  চাচা সালেহ উদ্দিন ভাতিজা স্ত্রীকে  জোর পূর্বক ধর্ষণ করে। পরে  বিষয়টি  ধর্ষিতা তার স্বামীকে জানালে এ ব্যাপারে রাইসুল ইসলাম বাদী হয়ে গত শনিবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

এ ব্যপারে বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের  হয়েছে।  অভিযুক্ত  আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ