বন্দরে নববধূকে ধর্ষণের অভিযোগে চাচা শশুরের বিরুদ্ধে মামলা
Published: 1st, June 2025 GMT
বন্দরে নববধু (ভাতিজার স্ত্রী) কে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা করেছে ভাতিজা। গত শনিবার (৩১ মে) রাতে ভাতিজা রাইসুল ইসলাম বাদী হয়ে চাচা সালেহ উদ্দিনকে আসামি করে বন্দর থানায় এ মামলাটি দায়ের করে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের কুঁড়িপাড়াস্থ ভাড়াটিয়া বাড়িতে এ ধর্ষনের ঘটনা ঘটে।
মামলা তথ্য সূত্রে জানাগেছে, অটো চালক রাইসুল ইসলাম নববধূকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছে । দিনে জীবিকার তাগিদে বাহিরে থাকে রাইসুল। ভাতিজা বাহিরে থাকার সুযোগে চাচা সালেহ উদ্দিন খালি বাসা পেয়ে তার স্ত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিতেন।
এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকালে চাচা সালেহ উদ্দিন ভাতিজা স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি ধর্ষিতা তার স্বামীকে জানালে এ ব্যাপারে রাইসুল ইসলাম বাদী হয়ে গত শনিবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।
এ ব্যপারে বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
ইউটিউবে দিনে মাত্র আধা ঘণ্টা ব্যয় করেই শিখতে পারেন ইংরেজি
যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা। কিন্তু আমরা ইংরেজি শেখা শুরু করি ব্যাকরণ দিয়ে। এ জন্য দীর্ঘদিন পড়েও আমরা বেশির ভাগ মানুষ ভালো ইংরেজি শিখতে পারি না। অধিকাংশ মানুষের বলায়, শোনায়, নয় তো লেখায় কমবেশি সমস্যা থেকেই যায়।
আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক—যা–ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে এবং শেখার ইচ্ছা থাকলে এই কাজগুলো করুন।
১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যত বই আছে, স্রেফ সরিয়ে রাখুন। এগুলো আপনি কেনেন ঠিকই কিন্তু তিন দিনও ঠিকমতো খুলে দেখেন না।
স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দিন। কারণ, এই কোচিংয়ে আপনি ভর্তি হন ঠিকই কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিংয়ে গিয়েও খুব বেশি লাভ আপনার হয়নি।
আপনার মুঠোফোন আছে, আইপ্যাড আছে, বাসায় ইন্টারনেট আছে। প্রতিদিন নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকে এটা-সেটা দেখে সময় ব্যয় করেন। আজ থেকে টানা ৩০ দিন ইংরেজি শেখায় দিন, আর এই সময়টা শুধু ইউটিউবে দেবেন।
ইংরেজি শেখার নানা চ্যানেল পাবেন ইউটিউবে