খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুরহাট উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১ জুন) বিকেলে এ হাট উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার।

তিনি সাংবাদিকদের বলেন, “বিভিন্ন স্থান থেকে হাটে আগত পশুর মালিকদের নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। হাটের ময়লা আবর্জনা পরিষ্কারে সিটি করপোরেশন তৎপর থাকবে। হাটে প্রয়োজনীয় পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে পৃথক পৃথক কমিটি কাজ করবে।” 

আরো পড়ুন:

খুলনায় ২২ হাটে কোরবানির পশু বিক্রি শুরু

বৃষ্টি বাগড়ায় পশুর হাটে ক্রেতা কম, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

তিনি বলেন, ‍“জনগণের দাবির প্রেক্ষিতে এ বছর আমরা হাসিল ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে এনেছি। আশা করছি, গত বছরের তুলনায় এবছর বেশি হাসিল আদায় হবে, যা আমরা সরকারি তহবিলে জমা দেব।” 

মো.

ফিরোজ সরকার বলেন, “এই পশুরহাটে দলমত নির্বেশেষে সবাই আমাদের সহযোগিতা করছে। জাল টাকা শনাক্তে খুলনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

খুলনা সিটি করপোরেশনের সচিব ও পশুহাট কমিটির আহ্বায়ক শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে জোড়াগেটে হাট উদ্বোধনের সময় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক রব ন র হ ট

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ