ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান বোর্ডের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আজ, সোমবার (২ জুন)। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, মেয়রের পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় প্রথম সাধারণ সভার দিন থেকে। সেই হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিএনপি মনোনীত বৈধ ঘোষিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের শপথ নিয়ে তৈরি হয়েছে নতুন করে আইনি ও প্রশাসনিক অনিশ্চয়তা।

আইন কী বলে

২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৪৯(১) ধারায় বলা হয়েছে, নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভার দিন থেকে পাঁচ বছরের মেয়াদ কার্যকর হয়। ডিএসসিসির নির্বাচিত বোর্ডের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২ জুন। সেই হিসেবে বোর্ডের কার্যকাল আজ শেষ হচ্ছে।

আইনের ১৬ ধারায় বলা হয়েছে, মেয়রের পদ আকস্মিকভাবে শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন ব্যক্তি বাকি সময়টুকু দায়িত্ব পালন করবেন। তবে যেহেতু পুরো মেয়াদই শেষ হয়ে যাচ্ছে, এই ধারা আর কার্যকর নয়।

অন্যদিকে, আইনের ২৫(১) ধারায় বলা আছে, ‘অবস্থা বিশেষে’ সরকারের অনুমোদনে করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে। এই প্রশাসক হতে পারেন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো কর্মকর্তা কিংবা অন্য উপযুক্ত ব্যক্তি।

এবিষয়ে নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বলেন, ‘‘করপোরেশনের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। এই অবস্থায় নতুন কাউকে শপথ করানো আইনি দৃষ্টিকোণ থেকে সম্ভব নয়। সব মিলিয়ে এক ধরনের লেজেগোবরে পরিস্থিতি তৈরি হয়েছে।’’ 

এবিষয়ে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)-এর নির্বাহী পরিচালক ড.

আদিল মুহাম্মদ খান বলেন,  ‘‘পর্ষদের মেয়াদ শেষ হলে স্বাভাবিকভাবে প্রশাসক নিয়োগের পথ খোলে। এখন শপথের আর কোনো সুযোগ নেই।’’ 

আইনজীবীদের ভিন্ন যুক্তি

তবে ভিন্ন মত দিচ্ছেন ইশরাক হোসেনের আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘‘আইনে ‘বিশেষ পরিস্থিতি’র ধারা রয়েছে। যেহেতু নতুন নির্বাচন হয়নি এবং আপিল বিভাগ ইশরাককে বৈধ ঘোষণা করেছে, সেহেতু তিনি আদালতের আদেশের ভিত্তিতে শপথ নিতে পারেন। নির্বাচন কমিশন চাইলে শপথের ব্যবস্থা করতে পারে।’’ 

ইসির অবস্থান

নির্বাচন কমিশন এখনও সুপ্রিম কোর্টের পূর্ণ রায় হাতে পায়নি। ইসির সচিব মো. আখতার আহমেদ বলেন, ‘‘আমরা এখনো আদালতের পূর্ণ রায় হাতে পাইনি। নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।’’ 

পাঁচ বছরের আইনি লড়াইয়ের অবসান

ডিএসসিসির ২০২০ সালের বিতর্কিত নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের দায়ের করা মামলার প্রায় পাঁচ বছর পর নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছে। ফলে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তাপস বিজয়ী হন। তিনি ১৬ মে ২০২০ তারিখে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ১৭ মে প্রথম অফিস করেন। এরপর ২ জুন অনুষ্ঠিত হয় ডিএসসিসির প্রথম সাধারণ সভা, যেখান থেকে বোর্ডের পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হয়।

পরাজিত বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে মামলা করেন। চলতি বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনাল রায়ে ইশরাকের প্রার্থিতা বৈধ ঘোষণা করে এবং তাকে মেয়র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ২৮ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। গেজেট স্থগিত চেয়ে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি ‘লিভ টু আপিল’ করেন, যা হাইকোর্ট ২১ মে এবং আপিল বিভাগ ২৯ মে খারিজ করে দেয়। আদালত তার রায়ে নির্বাচন কমিশনকে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেয় এবং গেজেট প্রকাশের পক্ষে অবস্থান নেয়।

নগরবাসীর উদ্বেগ

সাবেক সরকারি কর্মকর্তা ও ৫২নং ওয়ার্ডের বাসিন্দা জাকারিয়া মিয়া বলেন,   ‘‘ ডিএসসিসির বোর্ডের মেয়াদ শেষ হওয়ায় নগর ব্যবস্থাপনায় সাময়িক অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত প্রশাসক নিয়োগ বা নতুন নির্বাচনের ঘোষণা না এলে নগরসেবা ব্যাহত হতে পারে। আমরা নাগরিক সেবা বঞ্চিত। সামনে কোরবানির ঈদ।’’  

দ্রুত নগরভবনের তালা খুলে দিয়ে কার্যক্রম চালুর দাবি জানান তিনি।

৬৫ নং ওয়ার্ডের বাসিন্দা ফজলে রশিদ বলেন, ‘‘ডিএসসিসির বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হলেও আদালতের রায় ও গেজেট প্রকাশ ইশরাক হোসেনকে শপথের একটি ব্যতিক্রমী সুযোগ রাখছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশন এবং সরকারকে। তারা চাইলে প্রশাসক নিয়োগ বা শপথ দুই পথেই অগ্রসর হতে পারে। তবে যেকোনো সিদ্ধান্ত দ্রুত না এলে নাগরিক দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।’’ 

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দিলে সরকার আনুষ্ঠানিক ব্যবস্থা নেবে।

ইশরাক হোসেন বলেন, ‘‘আমি জনগণের ভোটে নির্বাচিত এবং আদালতের রায়ে বৈধ মেয়র। সরকারকে আদালতের আদেশ মানতেই হবে।’’

ঢাকা/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইশর ক হ স ন ২০২০ স ল র ড এসস স র চ বছর র প রথম স ব যবস থ র প রথম অবস থ সরক র

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগে

শিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে