মে মাসে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি, জুনের পরিস্থিতি ‘যদি’–নির্ভর
Published: 2nd, June 2025 GMT
সদ্য বিদায়ী মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৬৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এ মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে। এপ্রিলের পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ তপ্ত মাস মে। সেই মাস বৃষ্টিতে ভিজেছে পুরো দেশ।
দেশে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয় জুন মাসে। সেই মাসে বৃষ্টি কতটা হবে? আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে স্বাভাবিক বা এর চেয়ে কম বৃষ্টি হতে পারে। তবে সেখানে একটা ‘যদি’ আছে। কী সেটা?
আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার দেওয়া জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সেই ‘যদি’র ব্যাখ্যা দিয়েছে। সেখানে বলা হয়েছে, এ মাসে এক থেকে দুটি লঘুচাপ হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপও হতে পারে। তবে সেখানেও একটা ‘কিন্তু’ আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.
দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে ৫২৩ মিলিমিটার। এর পরই বেশি বৃষ্টি হয় জুন মাসে ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার। মে মাসে গড় স্বাভাবিক বৃষ্টি হয় ২৯৮ মিলিমিটার। এবারের মে মাসে হয়েছে ৪৮৬ মিলিমিটার। গত ৩১ মে সিলেটে ৪০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি সিলেটের রেকর্ড, জানান বজলুর রশিদ।
মে মাসের শুরুটা অবশ্য হয়েছিল তাপপ্রবাহ দিয়ে। ওই মাসে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। ১০ মে সেই তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায়। দেশের যতটা অংশজুড়ে মে মাসে তাপপ্রবাহ চলেছিল, তা এ বছর আগে হয়নি। কিন্তু মাসের মাঝামাঝি এসে পরিস্থিতি পাল্টে যায়। এর মধ্যে গত মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। এটি এক পর্যায়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। গত বৃহস্পতিবার এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হয়। এরপর থেকে বৃষ্টি লেগেই আছে। এখন যে বৃষ্টি চলছে, তার কারণ অবশ্য দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়া মৌসুমি বায়ু।
দেশে এ বছর নির্দিষ্ট সময়ের অন্তত সাত দিন আগে গত ২৪ মে মৌসুমি বায়ু প্রবেশ করে। নিম্নচাপের প্রভাব কমে যাওয়ার পর থেকে বৃষ্টির কারণ হলো, মৌসুমি বায়ুর অধিক সক্রিয়তা। এটিই আজ পর্যন্ত বৃষ্টি ঝরাচ্ছে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমে যেতে পারে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে।
জুন মাসে এক বা দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবার বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল এবং দক্ষিণ–পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদে বন্যা হতে পারে। এ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে