দক্ষ শ্রমিক গড়তে জেলা পর্যায়ে ৭০ টিটিসি নির্মাণের পরিকল্পনা
Published: 2nd, June 2025 GMT
বিদেশে বেশি কর্মী পাঠানোর জন্য চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক গড়ে তোলার লক্ষ্যে জেলা পর্যায়ে ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এছাড়া, উপজেলা পর্যায়ে ৪০টি টিটিসির কার্যক্রম জোরদার করাসহ আরো ৫০টি উপজেলায় নতুন ৫০টি টিটিসি নির্মাণেরও পরিকল্পনা আছে।
সোমবার (২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড.
বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেছেন, বিদেশগামী কর্মীদের বহির্গমন প্রক্রিয়াকরণের সব কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ছয় জেলায় বহির্গমন ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব জেলায় এ সুবিধা বিস্তৃত করা হবে।
আরো পড়ুন:
একনজরে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট
প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত
তিনি জানিয়েছেন, প্রতারিত কর্মীদের অভিযোগ দাখিল ও প্রতিকারের জন্য ডিজিটাল সিস্টেম প্রবর্তন, অভিযোগ তদন্ত কর্মকর্তাকে অভিযোগ নিষ্পত্তির (এডিআর) ক্ষমতা অর্পণ করাসহ জেলা পর্যায়ে এডিআর ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং অভিযোগ ব্যবস্থাপনা সেল গঠন করা হবে।
আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এটি বাংলাদেশের ৫৪তম ও অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব ত ব জ ট উপদ ষ ট পর য য় র জন য
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই
জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই ২০২৬ সালের অমর একুশে বইমেলার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাপুসের প্রতিনিধিরা অমর একুশে বইমেলার সময় নির্ধারণ নিয়ে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে বৈঠক করেন। বাপুসের প্রতিনিধিরা কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলেন। বৈঠকে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক প্রথম আলোকে বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্দিষ্ট হলে বইমেলার তারিখ ঘোষণা করা হবে। বাংলা একাডেমি বইমেলা আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে যোগাযোগ রাখবে।
এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল। পরে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ডিসেম্বরে বইমেলা স্থগিত করা হয়। এরপর মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিময় ফেব্রুয়ারি মাসেই আগামী ২০২৬ সালের বইমেলা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীরা।
এর আগে করোনা মহামারির প্রকোপ শুরু হলে ২০২১ অমর একুশে বইমেলা হয়েছিল মার্চ মাসে। পরের বছর ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত মাসব্যাপী এ মেলা হয়েছিল।
তার আগে ১৯৮৩ সালে এইচ এম এরশাদের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ ছিল।