৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদের চার দিন আগে থেকে রাজধানীতে পশুর হাট বসে। সে হিসাবে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকার দুই সিটি এলাকায় কোরবানির পশুর বেচাবিক্রি শুরু হচ্ছে।

এ বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় কোরবানির হাট চূড়ান্ত হয়েছে মোট ১৯টি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসছে ১২টি পশুর হাট। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বসছে ৭টি পশুর হাট।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি এলাকায় এখনো একটি হাটে ইজারাপ্রক্রিয়া চূড়ান্ত হয়নি। আর দক্ষিণ সিটিতে আরও দুটি হাটের ইজারার বিষয়টি প্রক্রিয়াধীন। এসব হাটের বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছে ঢাকার দুই সিটি কর্তৃপক্ষ।

উত্তরে কোরবানির হাট

ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটির আওতাধীন একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতেও কোরবানির পশু বেচাবিক্রি হবে। এ ছাড়া অস্থায়ী হাটগুলোর মধ্যে খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট–সংলগ্ন খালি জায়গার হাট, তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট–সংলগ্ন খালি জায়গার হাট, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর–সংলগ্ন বউ বাজারের খালি জায়গার হাট, মিরপুর-৬ নম্বর সেকশনে ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গার হাট, মোহাম্মদপুর এলাকার বছিলা ৪০ ফুট সড়ক–সংলগ্ন খালি জায়গায় হাট, উত্তরা-১০ নম্বর সেক্টর-সংলগ্ন রানাভোলা অ্যাভিনিউ খালি জায়গার হাট, ভাটারা সুতিভোলা খালের পাশে খালি জায়গার হাট, খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় হাট, কাচকুড়া বাজার-সংলগ্ন রহমাননগর হাট, মেরুল বাড্ডা কাঁচাবাজার হাট এবং রামপুরার পূর্ব হাজিপাড়ার ইকরা মাদ্রাসার খালি জায়গায় হাট।

দক্ষিণে যেসব স্থানে হাট

ঢাকা দক্ষিণ সিটি এলাকায় চূড়ান্ত হওয়া হাটগুলোর মধ্যে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় হাট, ডেমরার আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গায় হাট, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গায় হাট, দনিয়া ক্লাবের পূর্ব পাশে ও ছনটেক মহিলা মাদ্রাসার পশ্চিমের খালি জায়গায় হাট, লালবাগের পোস্তা এলাকায় রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায় হাট এবং হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গায় হাট। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন স্থায়ী পশুর হাট সারুলিয়াতেও কোরবানির পশু বেচাবিক্রি হবে।

আরও তিন জায়গায় হাটের প্রস্তুতি

ঢাকার দুই সিটিতে এখনো তিনটি হাট ইজারার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দুই সিটি কর্তৃপক্ষ। এর কারণ সরকার নির্ধারিত দর না পাওয়া। তাই এসব হাটের বিষয়ে সিদ্ধান্ত নিতে মতামত চেয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি দেওয়ার কথা জানিয়েছে দুই সিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যদিও ওই তিন হাটের নির্ধারিত জায়গায় হাট বসানোর প্রস্তুতি নিতে ও বিক্রির জন্য পশু এনে রাখতে দেখা গেছে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকায় মিরপুরের কালশী বালুর মাঠের খালি জায়গার হাট একটি। গতকাল সোমবার ঢাকা উত্তর সিটির সম্পত্তি বিভাগ থেকে জানানো হয়েছে, এ হাটের জন্য সরকার নির্ধারিত ৮০ লাখ টাকা দর হলেও তিন দফা দরপত্র আহ্বান করে কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি। এর মধ্যে দ্বিতীয় দফায় ৩০ লাখ টাকা দর পাওয়া যায়। এ দর দিয়েছেন মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। তৃতীয় দফায় এ হাটের জন্য কোনো দর জমা পড়েনি।

আর ঢাকা দক্ষিণ সিটি এলাকায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দুটি হাটের ইজারা। একটি হলো রাজধানীর নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল। অন্যটি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন খালি জায়গার হাট। তবে ওই দুটি জায়গাতেই হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ বলছে, দুটি হাটের অনুমোদন পেতে তাঁরা আইন অনুযায়ী মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন।

হাট ব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র, বাণিজ্য, প্রাণিসম্পদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় মিলে হাটের নিরাপত্তা, যানজট, অবৈধ হাট বসতে না দেওয়া, হাটে আনা পশুর স্বাস্থ্য—এসব বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত মাঠপর্যায়ে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত থাকবে। এ ছাড়া হাটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা, জাল টাকা শনাক্তের ব্যবস্থা থাকবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ ট বস এল ক য় সরক র

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ